ETV Bharat / state

লকডাউন ভেঙে রামের পুজো, মেদিনীপুরে গ্রেপ্তার 5 BJP কর্মী

author img

By

Published : Aug 5, 2020, 7:26 PM IST

পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় সকাল থেকেই শুরু হয়ে যায় রামপুজোর প্রস্তুতি l তেমনই পুজোর আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলায় ৷ কিন্তু লকডাউনের মাঝে লোকজন নিয়ে পুজোর আয়োজন করায় পৌঁছায় পুলিশ ।

লকডাউন ভেঙে রাম পুজো, মেদিনীপুরে গ্রেপ্তার 3 BJP কর্মী
লকডাউন ভেঙে রাম পুজো, মেদিনীপুরে গ্রেপ্তার 3 BJP কর্মী

মেদিনীপুর, 5 অগাস্ট: লকডাউনের মাঝে রামপুজোর আয়োজন করায় গ্রেপ্তার করা হল পাঁচ BJP নেতা ও কর্মী l মেদিনীপুরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের ৷

পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় সকাল থেকেই শুরু হয়ে যায় রামপুজোর প্রস্তুতি l তেমনই পুজোর আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের নয় নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলায় ৷ কিন্তু লকডাউনের মাঝে লোকজন নিয়ে পুজোর আয়োজন করায় পুলিশ এসে পৌঁছায় ৷ গ্রেপ্তার করা হয় পাঁচ BJP নেতা ও কর্মীকে l অভিযোগ, লকডাউন ভাঙায় রামপুজো করছিলেন তাঁরা l আর সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ l তাঁদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের BJP-র সাধারণ সম্পাদক শংকর গুছাইত সহ আরও দু'জন l এছাড়া শহরের অন্য প্রান্ত থেকে আরও দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে l

লকডাউন ভেঙে রাম পুজো, গ্রেপ্তার 3 BJP কর্মী
এই বিষয়ে BJP-র সহ সভাপতি শিবু পানিগ্রাহী বলেন, "আমাদের যেমন কর্মসূচি রয়েছে আমরা তেমনই করব l তাতে পুলিশ আটক করে গ্রেপ্তার করে মারধর বা যা খুশি করুক ৷ কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সামান্য মাত্র নড়ব না l আমাদের কর্মসূচি চলবে ৷ আমার বাড়িতে পুলিশ চারবার এসে হুমকি দিয়ে গেছে ৷ তবুও আমরা আমাদের কর্মসূচি করব l সামান্য পুজো করতে গিয়ে যদি পুলিশ গ্রেপ্তার করে থেকে তাহলে এর থেকে নির্লজ্জতম ঘটনা আর এ রাজ্যে আর কিছুই থাকবে না l এই সরকার শুধু চোর, চুরি আর দুর্নীতি করে টিকে রয়েছে l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.