ETV Bharat / state

TMC Martyrs' Day : নেতাদের পকেট ভরছে, আমাদের কিছু নেই ; অভিমানী নিহত তৃণমূল কর্মীর স্ত্রী

author img

By

Published : Jul 21, 2021, 2:31 PM IST

Updated : Jul 21, 2021, 4:42 PM IST

2000 সালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামে গুলিতে মারা গিয়েছিলেন রাজু কোটাল-সহ 3 জন ৷ আজ তৃণমূলের শহিদ দিবসে কেমন আছে তাঁর পরিবার ? স্মরণ, উদযাপন শুধু জাঁকজমকেই সীমাবদ্ধ নেই তো ? রাজু কোটালের স্ত্রী, ভাই, বাবা, মা একরাশ হতাশা নিয়ে চরম অনটনে দিন কাটাচ্ছেন ৷ আক্ষেপ জানিয়েছেন, কেউ খোঁজ রাখেনি ৷

শহিদ রাজু কোটালের পরিবার
শহিদ রাজু কোটালের পরিবার

চন্দ্রকোনা, 21 জুলাই : আজ তৃণমূলের শহিদ দিবস ৷ 1993 সালে এই দিনে দলের জন্য প্রাণ দিয়েছিলেন 13 জন কর্মী-সমর্থক ৷ তার পরও অনেকে মারা গিয়েছেন রাজনৈতিক সংঘর্ষে ৷ 2000 সালে গুলিতে প্রাণ গিয়েছিল চন্দ্রকোনা গ্রামের 3 জনের, রাজু কোটাল, তরুণ মাঝি, অভিজিৎ গুপ্ত ৷ আজ শহিদ দিবসে রাজ্যজুড়ে চলছে নানা স্মরণ অনুষ্ঠান, কিন্তু 20 বছর পরে শহিদ পরিবারগুলির অবস্থা কেমন ? খোঁজ রাখেনি কেউ ৷ এমনই আক্ষেপের সুর শহিদের তকমা পাওয়া তৃণমূল কর্মীর পরিবারের গলায় ।

চন্দ্রকোনার অন্যতম তৃণমূল শহিদ রাজু কোটাল গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৷ ফেলে রেখে গিয়েছেন, তাঁর বাবা, মা, স্ত্রী, ছেলে, ভাইকে ৷ শহিদ দিবসে কেমন আছেন তাঁর পরিবার ? শহিদের স্ত্রী অসীমা কোটাল এখনও ভোলেননি, "গুলি করে মেরে দিয়েছিল, জল চেয়েছিল, দেয়নি, ঠেলে ফেলে দিয়েছিল ৷" তার পরিবর্তে কী পেলেন তাঁরা ? পরিষ্কার জানিয়ে দিলেন, "আমাদের কেউ দেখেনি ৷ জবকার্ডও দেয়নি ৷" শুধু স্টেজে নিয়ে গিয়ে শাড়ি দেয়, ব্য়স আর কিছু নেই, একরাশ হতাশা নিয়ে জানালেন অসীমা ৷ তাহলে দিন চলছে কী করে ? অন্যের বাড়ি কাজ করে কোনওরকমে চালিয়ে যাচ্ছেন ৷ 21 জুলাই প্রসঙ্গে তিনি অকপট, "কী হবে ? তাদের পকেট ভর্তি হচ্ছে ৷ আমার স্বামীর জন্য কিছুই আসেনি ৷" এভাবে অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে, জেনে গিয়েছেন কঠিন সত্য ৷

আরও পড়ুন : ভার্চুয়াল অনুষ্ঠানের আগে শহিদদের শ্রদ্ধার্ঘ্য মমতা-অভিষেকের

শহিদ দিবস কী ? এ প্রসঙ্গে চন্দ্রকোনা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগজিৎ সরকার বললেন, "ভোটার কার্ডকে কেন্দ্র করে যেটা হয়েছিল, সেটা 21 জুলাই ৷" তা ছাড়া 2000 সালে সিপিএম-এর সন্ত্রাসে তাদের গুলিতে চন্দ্রকোনা গ্রামের 3 জন, রাজু কোটাল, তরুণ মাঝি, অভিজিৎ গুপ্ত মারা যান ৷ তাঁর অভিযোগ, এঁরা সিপিএমের সন্ত্রাসে খুন হয়েছিলেন ৷ তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে শহিদ বেদি করা হয়েছে, প্রতি বছর এই দিনটি তাঁদের মনে রেখে পালন করা হয় ৷ কিন্তু রাজু কোটালের পরিবারের অবস্থা কি জানেন তিনি ? এর উত্তরে তিনি অবশ্য জানিয়েছেন যে মাঝে মাঝে রাজু কোটালের বাড়িতে যাওয়া হয় ৷ 21 জুলাইও যাওয়া হবে ৷ 8 মাস আগে দলীয় সূত্রে শহিদ পরিবারের নাম, ঠিকানা নেওয়া হয়েছে ৷ এমনকি পশ্চিম মেদিনীপুরের তালিকায় রাজু কোটালের জায়গায় রাজ কোটাল নামে শহিদের নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানালেন তিনি ৷ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে, গীতাঞ্জলিও, এর পর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা, আশ্বস্ত করলেন সভাপতি ৷

রাজু কোটালের ভাই ভোম্বল কোটাল সেদিন দাদার সঙ্গেই ছিলেন ৷ সিপিএম-এর মিছিল দেখে তিনি আর দাদা ছুটে পালাচ্ছিলেন ৷ তাঁকে হাতের কাছে পেয়ে বন্দুকে বাঁট দিয়ে মেরে আধমরা করে দেওয়া হয় ৷ তিনি মরার ভান করে পড়েছিলেন ৷ তার পর তাঁর দাদাকে ধরতে ছুটে যায় দুষ্কৃতীরা ৷ দাদাকে দাঁড় করিয়ে পাঁচটা গুলি করে তারা ৷ এর পর কেটে গিয়েছে বহু বছর, কিছু পাননি ৷ তাও আশা করেছিলেন, দাদার রক্তের বদলে দল হয়ত দেখবে তাঁদের ৷ কিন্তু কেউ খোঁজ নেয়নি, তাঁরাও আর যোগাযোগ করেননি ৷ তবু "যতদিন বাঁচব, তৃণমূল করব", দৃঢ়তার সঙ্গে জানালেন শহিদের ভাই ৷ শুধু মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, তাঁদের অবস্থা একবার দেখে যান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নেতাদের পকেট ভরছে, আমাদের কিছু নেই ; অভিমানী নিহত তৃণমূল কর্মীর স্ত্রী

আরও পড়ুন : 21st July: মিলল না জায়ান্ট স্ক্রিন, ত্রিপুরায় শহিদ দিবস পালনে বাধা পেল তৃণমূল

আজ রাজ্যজুড়ে জায়ান্ট স্ক্রিনে ভার্চুয়ালি দেখা যাবে তৃণমূল নেত্রীকে ৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 21 জুলাইয়ের শহিদদের স্মরণে টুইট ছড়িয়ে পড়ছে দিকে দিকে ৷ কিন্তু চন্দ্রকোনার রাজু কোটালের স্ত্রী, মা, বাবা, ভাই ? শহিদের রক্ত কি তাহলে ব্যর্থ ?

Last Updated : Jul 21, 2021, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.