ETV Bharat / state

Renu Khatun : মুখ্যমন্ত্রীকে রেণুর কথা জানাবেন, নিগৃহীতার সঙ্গে দেখা করে বললেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

author img

By

Published : Jun 7, 2022, 9:07 PM IST

Renu Khatun case update
মুখ্যমন্ত্রীকে রেণুর কথা জানাবেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

অভিযোগ, সরকারি চাকরি পাওয়ায় কেতুগ্রাম 1 নম্বর ব্লকের চিনিসপুর গ্রামের বাসিন্দা রেণু খাতুনের হাত কবজি থেকে কেটে দেন তাঁর স্বামী শের মহম্মদ শেখ (Husband cuts Wife Wrist) ।

দুর্গাপুর, 7 জুন : স্বামীর নৃশংসতার শিকার হওয়া কেতুগ্রামের নার্সিং স্টাফ রেণু খাতুনের সঙ্গে মঙ্গলবার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷ এদিন মহিলা কমিশনের চারজনের প্রতিনিধিদলও এদিন হাসপাতালে যায় (Women Commission representatives meet Renu Khatun) ৷ সদ্য নার্সিংয়ের সরকারি চাকরি পেয়েছিলেন রেণু ৷ কিন্তু ডান হাত বাদ চলে যাওয়ায় সেই কাজ রেণু আর করতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত ৷ এই চাকরি সে করতে না-পারলেও যাতে অন্য সরকারি চাকরি পায় তার জন্য রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কছে তাঁরা আবেদন করবেন বলে জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷

বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেণু । মনের জোরে সে এদিনই বাঁ-হাত দিয়ে লেখা অভ্যাস শুরু করেছে ৷ তাঁর এখনও ইচ্ছে নার্সিংয়ের যে সরকারি চাকরি পেয়েছে, তাই করার ৷ রেণু খাতুনের সঙ্গে কথা বলার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, মানসিকভাবে ঠিক রয়েছেন রেণু ৷ তাঁর সঙ্গে কথা বলার পর একটি রিপোর্ট সমাজকল্যাণ দফতরে জমা দেওয়া হবে ৷ অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মহিলা কমিশনের সদস্যদের ৷

মুখ্যমন্ত্রীকে রেণুর কথা জানাবেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

আরও পড়ুন : স্বামী কেটে দিয়েছে ডান হাত, হাসপাতালে বসে বাঁ-হাতেই লেখা শুরু জীবনযুদ্ধে হার না-মানা রেণুর

সরকারি চাকরি পাওয়ায় কেতুগ্রাম 1 নম্বর ব্লকের চিনিসপুর গ্রামের বাসিন্দা রেণু খাতুনের হাত কবজি থেকে কেটে দেন তাঁর স্বামী শের মহম্মদ শেখ । শনিবার রাতে রেণু খাতুন যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তাঁর স্বামী দু'জন বন্ধুকে সঙ্গে নিয়ে বালিশ দিয়ে তাঁর মুখ চেপে ধরে । এরপর হাতুড়ি দিয়ে তাঁর ডান হাত থেঁতলে, টিন কাটার কাঁচি দিয়ে ওই হাতের কব্জি কাটা হয় বলে অভিযোগ । এরপর রক্তাক্ত অবস্থায় রেণুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তারপর থেকেই শের মহম্মদ পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.