ETV Bharat / state

দুর্গাপুরে ডায়ারিয়া আক্রান্ত এলাকায় তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল

author img

By

Published : Mar 18, 2021, 10:48 PM IST

ডায়ারিয়ায় আক্রান্ত দুর্গাপুরের গোপালমাঠ এলাকার মেঝেডিহি প্লট এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের নলবাহিত পানীয় জলের পাইপ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। অথচ পুরনিগমে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

TMC Durgapur
BISHWANATH PARIAL

দুর্গাপুর, 18 মার্চ: গ্রীষ্মের শুরু হতেই দুর্গাপুরের গোপালমাঠের মেঝেডিহি প্লটে ডায়ারিয়ায় আক্রান্ত হলেন কুড়িজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের নলবাহিত পানীয় জলের পাইপ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। অথচ পুরনিগমে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। আক্রান্তদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং শহরের বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী তথা স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেন না স্বাস্থ্যকর্মীরা। তাঁদের ব্যবহারও খুব খারাপ। ফলে স্বাস্থকেন্দ্রে যেতেও আগ্রহী নন তাঁরা। আজ দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা এলাকায় যান এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন চিকিৎসার সবরকম ব্যবস্থারও।

দুর্গাপুরে ডায়ারিয়া আক্রান্ত এলাকায় তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল

এলাকাবাসীরা আরও দাবি করেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করুক প্রশাসন। ক্রমশ বাড়ছে ডায়ারিয়া আক্রান্তের সংখ্যা। সমস্তরকমভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এলাকাবাসীদের বড় অংশের অভিযোগ স্বাস্থ্যকর্মীদের নিয়ে। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জল বিভাগের মেয়র পারিষদ এবং স্থানীয় পুরপিতা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.