ETV Bharat / state

জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় উত্তাল পাণ্ডবেশ্বর

author img

By

Published : Mar 19, 2021, 1:59 PM IST

গতকাল প্রার্থী ঘোষণার পর থকেই জেলায় জেলায় বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ৷ কারণ একটাই ৷ তাদের পছন্দসই প্রার্থী না পাওয়া ৷ টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ৷ পশ্চিম বর্ধমান জেলার ছবিটাও অনেকটা সেরকমই ৷

জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় উত্তাল পাণ্ডবেশ্বর
জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় উত্তাল পাণ্ডবেশ্বর

পাণ্ডবেশ্বর, 19 মার্চ : প্রার্থী তালিকার ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে বিজেপির অন্দরে ক্ষোভ ছড়িয়ে পড়ল ৷ সেই ক্ষোভ চার দেওয়াল ভেদ করে প্রকাশ্যে বিক্ষোভের আকার নিল ৷ এই জেলায় মূলত সদ্য বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারির ও কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে নিয়ে অশান্তি শুরু হয়েছে ৷

কিছুদিন আগে জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি তুলেছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ যদিও পরে তিনি এ বিষয়ে সুর নরম করেন ৷ এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পান্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ বিজেপি তাঁকে ফের পান্ডবেশ্বরেই প্রার্থী করেন ৷ যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির আদি নেতা-কর্মীরা ৷ জিতেন্দ্রকে প্রার্থী হিসাবে মেনে নেওয়া হবে না বলে স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা ৷

জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় উত্তাল পাণ্ডবেশ্বর

যদিও বিক্ষোভকে আমল না দিতে নারাজ জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি জানান, দল প্রার্থী করায় আমি খুশি ৷ আগামী পাঁচ বছর বিজেপির হয়ে কাজ করতে পারব ৷ " পাশাপাশি তিনি দলের একাংশের বিক্ষোভকে গুরুত্ব দিতে চাননি ৷ উল্টে তাঁর দাবি, তৃণমূলের বহু কর্মীর তিনি সমর্থন পাবেন ৷

আরও পড়ুন : সিঙ্গুরে প্রার্থী নিয়ে অসন্তোষ নেই, দাবি দিলীপের

একই অবস্থা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও ৷ সেখানে গেরুয়া শিবিরের প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বিরূদ্ধে ক্ষোভ উগরে দেয় আদি বিজেপির একাংশ ৷ অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী চেয়ে সরব হন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ প্রয়োজনে অমিতাভবাবুর নির্দল হয়ে লড়াই করবেন বলে হুমকি দিয়েছেন তাঁর অনুগামীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.