ETV Bharat / state

পরিষেবা না মেলায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : May 11, 2020, 6:04 PM IST

কোনও পরিষেবা না মেলায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের
কোনও পরিষেবা না মেলায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ স্থানীয়দের

কোনওরকম পরিষেবা না মেলায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । বিক্ষোভকারীরা জানায়, এলাকার কাউন্সিলর শ্রাবণী মণ্ডলকে অনেকবার বলা হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি । যদিও কাউন্সিলর নিজেই জানান, এই অভিযোগ মিথ্যে । তেমন কোনও বিষয় নেই ।

আসানসোল, 11 মে : ব্লক স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না কোনওরকমের পরিষেবা । আর সেই কারণে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পাশাপাশি ওই এলাকার কাউন্সিলরের সমালোচনাও করল তারা । আসানসোল পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মরিচকোটা এলাকার ঘটনা ।

আসানসোল পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মরিচকোটা গ্রামে রয়েছে একটিই স্বাস্থ্যকেন্দ্র । দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসক সেখানে আসেন না বলে অভিযোগ গ্রামবাসীদের । সপ্তাহে একদিন মাত্র দু'ঘণ্টার জন্য চিকিৎসক আসেন । তিনি ভালো করে রোগীদের চিকিৎসা করেন না বলে অভিযোগ । পোলিও থেকে শুরু করে অন্যান্য টিকাকরণ, প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষা কোনও কিছুই হয় না ওই স্বাস্থ্যকেন্দ্রে । চিকিৎসকদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে গ্রামবাসীরা । আজ এক রোগী গিয়ে সেখানে চিকিৎসার সুযোগ পায়নি । এরপরই গ্রামবাসীরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিক্ষোভ করে ।

বিক্ষোভকারীরা জানায়, এলাকার কাউন্সিলর শ্রাবণী মণ্ডলকে অনেকবার বলা হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি । এখানে চিকিৎসক সপ্তাহে একদিন আসেন । তিনি দূর থেকে রোগী দেখে ওষুধ লিখে দেন । বেশিরভাগ ওষুধ স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না । অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রটির হাল ফেরানোর দাবি জানায় তারা । বিষয়টি নিয়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মণ্ডলের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এই স্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের জন্য একটি বেসরকারি সংস্থা টাকা দিতে রাজি হয়েছে । মন্ত্রী মলয় ঘটকের মধ্যস্থতায় ওই সংস্থা টাকা দেবে বলে জানিয়েছে । প্রায় 27 লাখ টাকা পাওয়া যাবে স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের জন্য । সেই টাকা চলে এলেই স্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের কাজ শুরু হবে ।

গ্রামবাসীদের অবশ্য মন্ত্রী মলয় ঘটক সম্পর্কে কোনও অভিযোগ নেই । গ্রামবাসীরা জানান, তিনি চেষ্টা করছেন এই স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরাতে । কিন্তু কাউন্সিলরের সদিচ্ছার অভাবেই স্বাস্থ্যকেন্দ্রটি অবহেলায় রয়েছে বলে তাদের অভিযোগ । যদিও কাউন্সিলর নিজেই জানান, এই অভিযোগ মিথ্যে । তেমন কোনও বিষয় নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.