ETV Bharat / state

Vote Boycott in Asansol : ফের ভোট বয়কট আসানসোলের হরিশপুরের গ্রামবাসীদের

author img

By

Published : Apr 12, 2022, 3:44 PM IST

ভোট বয়কটের ডাক আসানসোলে ৷ রানিগঞ্জ বিধানসভার হরিশপুর গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন (Villagers of Harishpur in Asansol called for vote boycott before By Polls) । ধস কবলিত হরিশপুর গ্রামের পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট ৷

Vote Boycott in Asansol
Vote Boycott in Asansol

দুর্গাপুর, 12 এপ্রিল : আসানসোল লোকসভার রানিগঞ্জ বিধানসভার হরিশপুর গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন (Villagers of Harishpur in Asansol called for vote boycott before By Polls) । ধস কবলিত এই গ্রামের বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে বুথে গেলেন না ৷ 278 (এসি)র বুথ নম্বর 123/124 এর 1225 জন ভোটার দিলেন না তাঁদের ভোট ।

2020 সালে পরপর ধসে গ্রামের বহু কংক্রিটের বাড়ি পড়ে গিয়েছে । তাই পুনর্বাসন না পাওয়া পর্যন্ত তাঁরা ভোট বয়কটের পঠে হাঁটলেন । এর আগেও তাঁরা বিধানসভা ভোট বয়কট করেছিলেন ।

সালটা ছিল 14 জুলাই 2020 । ইসিএলের খোলামুখ খনির বিস্ফোরণের জেরে অণ্ডালের হরিশপুর গ্রামে ব্যাপকভাবে ধস দেখা যায় । সেই মুহূর্তে গ্রামবাসীরা ইসিএলের বিভিন্ন দফতরে বিক্ষোভ ও লিখিত অভিযোগ জানান । এর কিছুদিন পরেই ফের প্রবল ধসে আক্রান্ত হয় পুরো গ্রাম । ভেঙ্গে পড়ে বহু বড় বড় কংক্রিটের বিল্ডিং । সেই মুহূর্তে আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করে গ্রামের মানুষের একাংশ । ধরনা দেওয়া হয় ইসিএলের বিভিন্ন দফতরে ।

আরও পড়ুন: Asansol By Poll 2022 : বুথের সামনে গুড় বাতাসা বিতরণ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ধসের কারণে গ্রামবাসীরা দু'নম্বর জাতীয় সড়কে অবরোধে বসেন । ধস নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা । শাসক-বিরোধী সব দলই ধস কবলিত গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল । কিন্তু কেউই কথা রাখেনি ৷ তাই গত বিধানসভা ভোটেও এই গ্রামের মানুষেরা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ।

গত বিধানসভা ভোটেও এই গ্রাম থেকে পড়েনি একটা ভোটও, এমনটাই জানান গ্রামবাসীরা ৷ তাঁদের বক্তব্য, ধস কবলিত আমাদের গ্রামের পাশে নেই কেউ । তাই কোনও রাজনৈতিক দলকেই আর ভোট নয় । সেজন্যই এবারের উপনির্বাচনে ভোট বয়কটের ডাক গোটা গ্রামের । গ্রামবাসীদের দাবি, ধসের কবলে প্রায়ই সমস্তটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে । তাই গ্রামের বদলে গ্রাম চাই ৷ বিদ্যালয়ের বদলে বিদ্যালয় ৷

আরও পড়ুন: Asansol By Election 2022 : বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা, ভাঙল গাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.