ETV Bharat / state

BJP Meeting in Durgapur: বিজেপির ভোট বাড়াতে 'ভোটার চেতনা মহাঅভিযান' বৈঠকের আয়োজন দুর্গাপুরে

author img

By

Published : Aug 21, 2023, 10:20 PM IST

লোকসভা নির্বাচনে ব্যালট বাক্সে বিজেপির ভোট বাড়াতে তৎপর গেরুয়া শিবির ৷ দুর্গাপুরে আয়োজিত হল 'ভোটার চেতনা মহাঅভিযান' বৈঠক ৷ আলোচনা হয়েছে বেশ কিছু বিষয় নিয়ে ৷ পরবর্তীতে এই বৈঠক হবে অন্যান্য জেলাতেও ৷

BJP Meeting in Durgapur
ভোটার চেতনা মহাঅভিযান

'ভোটার চেতনা মহাঅভিযান' বৈঠকের আয়োজন দুর্গাপুরে

দুর্গাপুর, 21 অগস্ট: লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরিতে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি । সোমবার দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির কার্যালয় আয়োজিত হল রাঢ়বঙ্গ জোনের 'ভোটার চেতনা মহাঅভিযান' শীর্ষক গুরুত্বপূর্ণ বৈঠক । এই বৈঠকে রাঢ়বঙ্গ জোনের বিজেপির আটটি সংগঠনিক জেলার সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ।

সারা রাজ্যে বিজেপির সাংগঠনিকভাবে মোট 1300টি মন্ডল রয়েছে । তার মধ্যে 1000টি মন্ডলে আয়োজিত হবে এই জনসভা বলে জানা গিয়েছে । এই সমস্ত জনসভাগুলিতে বক্তব্য রাখবেন গেরুয়া শিবিরের বিধায়ক, সাংসদ এবং বিভিন্ন জেলার সভাপতিরা । সারা রাজ্যে মোট আটটি জোনের মধ্যে অন্যতম রাঢ়বঙ্গ জোনে আসানসোল, বীরভূম, বোলপুর, কাটোয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া,পুরুলিয়া,দুর্গাপুর-বর্ধমান বিজেপির এই আটটি সংগঠনিক জেলার কার্যকর্তারা উপস্থিত ছিলেন এ দিনের বৈঠকে ।

রুদ্ধদ্বার কক্ষে এই বৈঠক হয় ৷ মূলত আলোচনার বিষয়বস্তু ছিল, আগামী লোকসভা নির্বাচনে কীভাবে ভোটারদেরকে গেরুয়া শিবিরের প্রার্থীদেরকে ভোটদানেতে উৎসাহিত করা যায় । এছাড়াও যারা নতুন ভোটার তাদেরকে কীভাবে পদ্ম শিবিরের দিকে নিয়ে আসা যায় । সাধারণ ভোটারদের কাছে কী কী বিষয়বস্তু নিয়ে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের নেতারা প্রচারে যাবেন । মহিলা ভোটারদেরকে কীভাবে পদ্মফুল চিহ্নের প্রার্থীদের পক্ষে ভোটদান করানো যায় । আগামী লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের কথা এবং রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির কথাকে সামনে রেখেই কীভাবে প্রচার চালানো হবে ৷

এই সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয় । এই বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সতীশ ধুন্ড,রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি সঞ্জয় সিংহ, রাঢ়বঙ্গ জোনের কনভেনর তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-সহ বহু বিধায়ক উপস্থিত ছিলেন ।

লক্ষ্মণ ঘোড়ুই বলেন,"ভোটার লিস্ট তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে । নতুন ভোটারদের নাম লিস্টে তালিকাভুক্ত ৷ তালিকা থেকে নাম বাদ, এইসব কাজকর্ম দেখার পাশাপাশি ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে হবে । সবাই যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে । এছাড়াও রাজ্যে মোট 1300টি মন্ডলের মধ্যে 1000টিতে জনসভার আয়োজন করা হবে । অমিত শাহ বলেছেন এবার এ রাজ্যে লোকসভায় 35টি আসনে বিজেপি প্রার্থীদের জয়লাভ চাই । সেই লক্ষ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক ।"

আরও পড়ুন: ফের বেলাগাম দিলীপ, যাদবপুরকাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বুদ্ধিজীবীদের

বিজেপির এই বৈঠককে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "কুজোরও শখ হয় চিত হয়ে শুতে । বাংলার এই প্রবাদ বাক্যকে সামনে রেখেই বলতে পারি বিজেপি এবার এই রাজ্যে খাতা খুলতে পারবে কি না সন্দেহ রয়েছে । গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হওয়ার পরেও বিজেপির কী ফল হয়েছে, তা আপনারা সবাই জানেন । আসলে বিজেপি নেতাদের অনেকদিন নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না । তাই তারা এইসব বৈঠকের মধ্য দিয়ে মানুষের টাকায় ভালো-মন্দ খাচ্ছেন আর ফুর্তি করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.