ETV Bharat / state

Panchayat Elections 2023: গ্রামের ভোটের প্রচার শহরে ! দুর্গাপুরের সিটি সেন্টারে ভোট চাইছে তৃণমূল

author img

By

Published : Jul 5, 2023, 9:11 PM IST

ETV Bharat
প্রচারে তৃণমূল

গ্রাম বাংলায় পঞ্চায়েত নির্বাচন 8 জুলাই ৷ সেই ভোটের প্রচার দুর্গাপুরের মতো শহরেও করছে তৃণমূল ৷ দুর্গাপুর পৌরনিগম এলাকার অন্তর্ভুক্ত সিটি সেন্টার এলাকায় বাসস্ট্যান্ডেও গ্রামের ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল ৷

প্রচারে তৃণমূল

দুর্গাপুর, 5 জুলাই: 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে বাংলার গ্রামে গ্রামে ভোটের আবহ । সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচার একেবারে জোর কদমে চলছে । গ্রাম বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এখন প্রায় নাওয়া-খাওয়া ভুলে প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ৷ কিন্তু এরই মাঝে অন্যছবি দেখা গেল দুর্গাপুরে ৷ এই শহরাঞ্চলেও গ্রাম বাংলার ভোটের প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মীরা ৷ দুর্গাপুর পৌরনিগম এলাকা ৷ তাহলে কেন গ্রাম পঞ্চায়েতের ভোটের প্রচার শহরে করা হচ্ছে ? এই প্রশ্ন উঠছে ৷ এর জবাবও অবশ্য তৃণমূল দিয়েছে ৷

বুধবার দুর্গাপুর পৌরনিগম এলাকার অন্তর্ভুক্ত সিটিসেন্টার বাস টার্মিনালে রাজ্যের শাসকদলের নেতা কর্মীদেরকে প্রচার করতে দেখা গিয়েছে । তৃণমূলের নেতা-কর্মীরা হাত জোড় করে বিভিন্ন জেলার বাস যাত্রীদের কাছে আবেদন জানাচ্ছেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে তাঁদের মূল্যবান ভোটটি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে দেওয়ার জন্য । দুর্গাপুর পৌরনিগম এলাকার অন্তর্ভুক্ত সিটি সেন্টার এলাকায় যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি এবং বেসরকারি বাস চলাচল করে । তাই এই বাসস্ট্যান্ডেও গ্রামের ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল ৷ দুর্গাপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে সারাদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়ে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: মলয় ঘটকের নাম ইডির কাছে দিয়ে এসেছেন অভিষেক, দাবি কৌস্তভ বাগচীর

এই প্রসঙ্গে দুর্গাপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"শহর দুর্গাপুরে ভোট নেই । দুর্গাপুরের 43টি ওয়ার্ড পৌরনিগমের অন্তর্ভুক্ত । কিন্তু সিটি সেন্টার বাসস্ট্যান্ডে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের আগমন ঘটে । তাদের মধ্যে অনেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তাই তাদের কাছে আবেদন রাখলাম জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে যাতে তাঁরা বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং রাজ্যের উন্নয়নের অগ্রগতিকে বজায় রাখেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.