ETV Bharat / state

অজয়ে বাড়ছে জলস্তর ,অস্থায়ী ব্রিজ ভাঙার আশঙ্কা

author img

By

Published : Jun 13, 2021, 12:58 PM IST

অজয়ে বাড়ছে জলস্তর ,অস্থায়ী ব্রিজ ভাঙার আশঙ্কা
অজয়ে বাড়ছে জলস্তর ,অস্থায়ী ব্রিজ ভাঙার আশঙ্কা

কাঁকসার শিবপুরের অজয় নদীতে বাড়ছে জলের স্তর । নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে আর সে কারণেই অজয়ের জলের স্তর বাড়ছে । নদীর ওপর অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ার ভয় করছেন এলাকাবাসীরা। এদিন সকাল থেকেই প্রশাসন আঁটোসাঁটো নিরাপত্তা গ্রহণ করেছে, বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ । ঝুঁকিপূর্ণ অবস্থায় ছোট গাড়ি যাতায়াত করছে এই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে । জলের চাপে অস্থায়ী ব্রিজের কিছুটা অংশ ইতিমধ্যেই ধসে গিয়েছে ।

দুর্গাপুর, ১৩ জুন : কাঁকসার শিবপুরের অজয় নদীতে বাড়ছে জলের স্তর । অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা । তৎপর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশ । শিবপুরের অজয়ের অস্থায়ী ব্রিজ দিয়ে প্রত্যেকদিন বহু মানুষের যাতায়াত । বলা যেতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অন্যতম যোগাযোগ মাধ্যম হল অজয় নদীর উপর এই অস্থায়ী ব্রিজ । নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে আর সে কারণেই অজয়ের জলের স্তর বাড়ছে ।

আরও পড়ুন...ভোজ্য তেলের দাম আকাশছোঁয়া, কাঁকসার আদিবাসীদের বিকল্প কচড়া তেল

এদিন সকাল থেকেই প্রশাসন আঁটোসাঁটো নিরাপত্তা গ্রহণ করেছে, বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ । ঝুঁকিপূর্ণ অবস্থায় ছোট গাড়ি যাতায়াত করছে এই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে । বেলার দিকে জলের স্তর আরও বাড়লে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে । জলের চাপে অস্থায়ী ব্রিজের কিছুটা অংশ ইতিমধ্যেই ধসে গিয়েছে । যে কোনো মুহূর্তে অজয়ের অস্থায়ী ব্রিজ ভেঙে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা । এর মধ্যে সকাল থেকেই মাছ ধরতে ভিড় জমাচ্ছেন মৎস্যজীবীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.