ETV Bharat / state

Photographer's Social Work: মনখারাপের উঠানে এক চিলতে রোদ, বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে 'আপনজন'

author img

By

Published : Aug 5, 2023, 4:45 PM IST

Noble Work of Photographer: কখনও নাচে, কখন গানে তো কখনও অভিনয়ে মাতিয়ে রেখেছেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের ৷ তিনি সমাজকর্মী সনৎ বকসি ৷ 59 বছরের এই প্রৌঢ়র জীবনের লক্ষ্য, গল্পে অভিনয়ের মাধ্যমে বৃদ্ধ-বৃদ্ধাদের এক-একটা বিকেল আনন্দে ভরিয়ে তোলা ৷ তবে তিনি একা নন, এ কাজে তাঁর পাশে রয়েছেন 'আপনজন' সংগঠনের সদস্যরাও ৷

social Worker Sanat Baksi
সমাজকর্মী সনৎ বকসি

নাচে-অভিনয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে 'আপনজন'

আসানসোল, 5 অগস্ট: তিনি সকলের আপনজন । আসানসোল মহকুমার তামাম বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে তিনি মনের মানুষ । যাদের জীবন থেকে আনন্দ চলে গিয়েছে ৷ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যারা প্রান্তিক কোনও বৃদ্ধাশ্রমে জীবনের শেষ দিনের অপেক্ষায় অন্ধকারময় জীবন কাটাচ্ছেন ৷ তাদের জীবনে আনন্দের আলো এনে দেন আসানসোলের 59 বছরের সনৎ বকসি । নাচে-গানে-অভিনয়ে, গল্পে এক-একটা বিকেল বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাতিয়ে রাখেন তিনি ।

আসানসোলের হিরাপুরের ধ্রুবডাঙ্গা এলাকার বাসিন্দা এই সনৎ বকসি । পেশায় ফটোগ্রাফার । একসময় চিত্র সাংবাদিকতাও করেছেন । এর পাশাপাশি সনৎ একজন যোগা শিক্ষিকও । যোগাসন শেখানোর পাশাপাশি তিনি ম্যাসাজ থেরাপিও জানেন । তবে, এসবের বাইরে সনৎ বকসি একজন সমাজকর্মী । মানুষের যেকোনও প্রয়োজনে রাতবিরেতেও ঝাঁপিয়ে পড়েন তিনি । কোন নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কেউ মারা গিয়েছে শ্মশানে নিয়ে যেতে হবে, কিংবা কারও রক্তের দরকার, তাকে রক্ত দিতে হবে ৷ সনৎ বকসিকে একবার ফোন করলেই ঘটনাস্থলে হাজির হয়ে যান তিনি ।

দীর্ঘ কোভিডের সময়ও মানুষকে সেবা দিয়ে গিয়েছেন সনৎ ৷ যখন মানুষজন করোনা রোগীদের দেখে ভয় পেয়ে দূরে থাকার চেষ্টা করছে, তিনি তখন শতাধিক রোগীকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভরতি করেছেন । কেউ মারা গেলে তার দেহ নিয়ে গিয়েছেন শ্মশানে । আর এই কাজে তিনি একা নন ৷ তাঁর পাশে রয়েছে সংগঠন ৷ 2006 সাল থেকেই সনৎ বকসি তাঁর নিজের সংগঠন শুরু করেছেন ৷ যার নাম 'আপনজন'। এই আপনজনে রয়েছেন এখন বহু সদস্য । যাঁরা এভাবেই সনতের সঙ্গে মানুষের জন্য কাজ করছেন । কিন্তু এই কাজের ফাঁকেও প্রায় প্রতিদিনই আসানসোলের বিভিন্ন বৃদ্ধাশ্রমে কিংবা অনাথ আশ্রমে পৌঁছে যান সনৎ বকসি এবং তাঁর আপনজনের পরিবার । উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া ।

social Worker Sanat Baksi
নাচে-অভিনয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন সনৎ

আরও পড়ুন: এক ফোনে হাজির, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবায় নজির গড়ছেন সফিকু

নিজে কখনও প্রথাগতভাবে নাচ কিংবা অভিনয় শেখেননি 59 বছরের এই প্রৌঢ় । কিন্তু তাও বিভিন্ন সাজে সেজে নাচ, অভিনয় করে, গল্প বলে, বৃদ্ধ-বৃদ্ধাদের আনন্দ প্রদান করেন সনৎ বকসি । তাঁর আপনজনের পরিবারের সদস্যরাও গানে কবিতায় ভরিয়ে রাখেন বৃদ্ধাশ্রমের মনখারাপের চিলেকোঠাকে । বিকেল হলেই তাঁরা পৌঁছে যান বিভিন্ন বৃদ্ধাশ্রম কিংবা অনাথ আশ্রমে । সঙ্গে সামান্য খাবার । কখনও চপ মুড়ি কখনও বা আবার বৃদ্ধ-বৃদ্ধাদের সামান্য মিষ্টি মুখ । এতে বেজায় খুশি হন আবাসিকরাও ৷

সনৎ বকসি বলেন, "বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ-বৃদ্ধারা থাকে তারা অনেকেই সুপ্রতিষ্ঠিত । তারা টাকা দিয়ে থাকেন । তাদের অন্য কিছুর দরকার নেই । শুধুমাত্র আনন্দটুকু দিতে পারলেই তারা ভালো থাকেন । আর আমরা তাই আমরা বিভিন্নভাবে তাদের আনন্দ প্রদান করি ।" কুলটির ডিসেরগড়ের একটি বৃদ্ধাশ্রমের পরিচালক সমীর আচার্য জানান, সনৎ বকসি ও তাঁর দলবল প্রায় এখানে আসেন এবং তারা বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দেন । সারাদিন নিঃসঙ্গতায় যে বৃদ্ধ-বৃদ্ধদের কাটে বিকেল হলে তাদের তারাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে । এ এক বড় পাওয়া ।

আরও পড়ুন: রিমা-রিয়াকে খড়কুটো করে বাঁচছেন 'অনাথ' বৃদ্ধ-বৃদ্ধারা, চর্চায় আসানসোলে বোনেদের তৈরি বৃদ্ধাশ্রম

বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাও বলেন, "এই নিঃসঙ্গ অন্ধকারময় জীবন থেকে খানিকটা যেন হলেও অক্সিজেন এনে দেন সনৎ । আমরা তাঁর অপেক্ষায় থাকি।" বাড়িতে স্ত্রী অসুস্থ । লিভারের অসুখ । সম্প্রতি তাঁরও স্ট্রোক হয়েছে । কিন্তু বাড়ির দুঃখ কষ্টকে বাড়ির চার দেওয়ালের মধ্যে রেখেই মানুষকে আনন্দ দিতে ছুটে চলেছেন আসানসোলের সনৎ বকসি । আপনাকে ইটিভি ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.