ETV Bharat / state

দুর্গাপুরে উদ্ধার বস্তাবন্দী কঙ্কাল

author img

By

Published : Dec 29, 2020, 3:50 PM IST

কয়েকদিন আগে এলাকার মঙ্গল বাউরি নামে এক ব্যক্তি সেপ্টেম্বর মাস থেকে নিখোঁজ ছিল । তার মাসির দাবি, ওই বস্তাবন্দী কঙ্কাল মঙ্গলের । কারণ সে নিরুদ্দেশ হওয়ার দিনে যে কালো হাফপ্যান্ট পড়ে ছিল, সেই রঙের প্যান্ট ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে ।

Durgapur
দুর্গাপুরে উদ্ধার বস্তাবন্দী কঙ্কাল

দুর্গাপুর, 29 ডিসেম্বর : দুর্গাপুরে কাদারোড এলাকায় উদ্ধার বস্তাবন্দী কঙ্কাল । সেইসঙ্গে বস্তা থেকে শরীরের পচাগলা অংশও মিলেছে । আজ সকালে ওয়ারিয়া ফাঁড়ির কাদারোডের যৌনপল্লি এলাকার একটি নর্দমার আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করা হয় । কয়েকটি কুকুর বস্তাটিকে নিয়ে টানাটানি করছিল । স্থানীয়দের তা নজরে পড়তেই পুলিশের কাছে খবর দেওয়া হয় । পরে পুলিশ এসে বস্তাবন্দী কঙ্কালটি উদ্ধার করে ।

পুলিশের প্রাথমিক অনুমান, এই মৃতদেহ বেশ কয়েকমাস আগের । স্থানীয় সিমেন্ট কলোনীর বাসিন্দা এক দম্পতি জানান, তাঁদের পুত্রসম মঙ্গল বাউরি (35) গত চার মাস ধরে নিখোঁজ । সে নিরুদ্দেশ হওয়ার দিনে যে কালো হাফপ্যান্ট পরেছিল সেই রঙের প্যান্ট ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে । তাঁদের দাবি, এটা মঙ্গলের মৃতদেহ । পুলিশ জানিয়েছে, ওই বস্তার মধ্যে হাড়গোড় , খুলি ছাড়াও দেহের কিছুটা পচাগলা অংশও ছিল । দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে বলা যাবে যে দেহটি মঙ্গল বাউরির কি না ।

আরও পড়ুন, নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ কাঁকসার প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে

মঙ্গল বাউরির মা দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করত । মা মারা যাওয়ার পর মঙ্গল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সিমেন্ট কলোনিতে মাসির বাড়িতেই থাকত । প্রায় 18 থেকে 20 লাখ টাকা মঙ্গলের নামে রয়েছে বলেও তার আত্মীয়রা জানিয়েছেন । এখন প্রশ্ন উঠছে ওই টাকার লোভে কি কেও তাকে খুন করেছে ? গোটা ঘটনার তদন্তে নেমেছে ওয়ারিয়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.