ETV Bharat / state

Human Skeleton Recovered : জামুড়িয়ায় উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল, চাঞ্চল্য এলাকায়

author img

By

Published : Apr 28, 2022, 8:25 AM IST

আবর্জনার স্তূপ থেকে মিলল নরকঙ্কাল (Human Skeleton Recovered) ৷ কারা ফেলে গেল ? তদন্তে জামুড়িয়া থানার পুলিশ ৷

Jamuria News
জামুড়িয়ায় উদ্ধার নরকঙ্কাল

জামুড়িয়া, 28 এপ্রিল : জঙ্গল থেকে উদ্ধার বস্তাবন্দি নরকঙ্কাল (Human Skeleton Recovered) ৷ তার জেরেই চাঞ্চল্য ছড়াল আসানসোল পৌরনিগমের অন্তর্গত জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছাতিমডাঙা এলাকায় ৷ খবর পেয়ে ফাঁকা মাঠের পাশে অবস্থিত জঙ্গল থেকে বস্তাবন্দি নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় জামুড়িয়া থানার পুলিশ ৷ যদিও নরকঙ্কালটি পুরুষ না মহিলার সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি । ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ ।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, "বুধবার দুপুর নাগাদ জামুড়িয়ার 11 নম্বর ওয়ার্ডের ছাতিমডাঙায় মাঠের পাশে নোংরার স্তূপে নরকঙ্কালটি (Skeleton found in a garbage heap in Jamuria) পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর স্থানীয় জামুড়িয়া থানায় খবর দিতেই পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায় ৷ তবে এই জঞ্জালের স্তূপে কীভাবে বস্তাবন্দি নরকঙ্কালটি এল তা বা কারা তা ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

তবে প্রকাশ্যে এরকম নরকঙ্কাল পড়ে থাকতে দেখে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ এর আগে 2019 সালের জুন মাসে জামুড়িয়ার 1 নম্বর বোরো অফিসের পাশ থেকে এক পূর্ণবয়স্ক ব্যক্তির কঙ্কাল পাওয়া গিয়েছিল ৷

আরও পড়ুন : জামুড়িয়ায় বোরো অফিসের পাশে উদ্ধার নরকঙ্কাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.