ETV Bharat / state

Shatrughan Sinha Condemns Awas Yojana Scam: আবাসে গর্জে উঠেও মমতার কাছে কাজ শেখার নিদান শত্রুঘ্নর !

author img

By

Published : Jan 14, 2023, 7:25 PM IST

Shatrughan Sinha Condemns Awas Yojana Scam but praises Mamata Banerjee as well
আবাসে ক্ষুব্ধ শত্রুঘ্ন

আবাস দুর্নীতি নিয়ে সরব হলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha Condemns Awas Yojana Scam) ৷ ঠিক কী বললেন তিনি ?

শত্রুঘ্নর তোপ

আসানসোল, 14 জানুয়ারি: আবাস দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha Condemns Awas Yojana Scam) ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় ঘর তৈরি হোক, কিংবা স্বচ্ছ ভারতের অধীনে বিনামূল্যে শৌচালয় নির্মাণ, দু'টি ক্ষেত্রেই আমজনতার সঙ্গে প্রতারণা করা হয়েছে ! তবে, শত্রুঘ্ন যে ঠিক কাকে নিশানা করে এই মন্তব্য করতে চেয়েছেন, সেটা স্পষ্ট নয় ৷ কারণ, আবাস দুর্নীতি নিয়ে এই মুহূর্তে কাঠগড়ায় রয়েছে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বর্তমানে শত্রুঘ্ন সিনহা নিজেই সেই দলের জনপ্রতিনিধি ৷ অথচ, তিনি তাঁর আবাস দুর্নীতি সংক্রান্ত মন্তব্যের সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে মমতা-স্তূতিও জুড়ে দিয়েছেন ! ফলে তাঁর মন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা: শনিবার আবাস দুর্নীতি প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা কি সফল হয়েছে ? আমার মতে, এই যোজনা সফল হয়নি ৷ বহু জায়গাতেই ঠিক মতো কাজ করা হয়নি ৷ কোথাও দেওয়াল উঠেছে তো ছাদ হয়নি ৷ কোথাও দেওয়ালের গাঁথনিই শুরু হয়নি ৷ আবার কোথাও পুরো কাজটাই হয়েছে খাতায়, কলমে ! আবাস যোজনা এবং শৌচালয় নির্মাণের নামে মানুষের সঙ্গে খেলা হচ্ছে ! শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এসব করা ঠিক নয় ৷ আমি এই ঘটনার গভীর পর্যন্ত তদন্তের দাবি জানাচ্ছি ৷"

এখন ঘটনা হল, সাধারণ মানুষ থেকে রাজ্য়ের বিরোধী সমস্ত রাজনৈতিক দলও একই অভিযোগ করছে ৷ যার জেরে কেন্দ্র থেকে প্রতিনিধিদল পর্যন্ত এসেছে রাজ্যে ৷ ইতিমধ্যেই দুই জেলা ঘুরে আবাসের অনিয়ম দেখে চোখ কপালে উঠেছে কেন্দ্রীয় প্রতিনিধিদের ৷ এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শত্রুঘ্নও কি তাহলে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দলকেই নিশানা করছেন ? কিন্তু, তাই যদি হবে, তাহলে নিজের বক্তব্যের শেষ ভাগে মমতার প্রশংসা কেন করলেন তিনি ? কেন বললেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকেই সকলের কাজ শেখা উচিত ? তাহলে কি তিনি কেন্দ্রকে কাঠগড়ায় তুলছেন ? সেটা স্পষ্ট করেননি বারবার দল বদলানো এই অভিনেতা তথা নেতা ! প্রসঙ্গত, কিছুদিন আগেই শত্রুঘ্নর মুখে রাহুল গান্ধি ও তাঁর ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল ! তাঁর মুখে শোনা গিয়েছিল মোদিবন্দনাও !

আরও পড়ুন: নজরে এবার মিড-ডে মিল ! পরিদর্শনে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.