ETV Bharat / state

Cattle Smuggling Case: সশরীরে হাজিরার আবেদন খারিজ, এরপর সায়গলের ভার্চুয়াল শুনানি

author img

By

Published : Nov 5, 2022, 9:22 PM IST

Saigal Hossain virtual hearing from Tihar jail in Asansol CBI Court
Saigal Hossain virtual hearing from Tihar jail in Asansol CBI Court

গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) ৷ এখন তিনি তিহাড় জেলে বন্দি ৷ সেই মামলায় সশরীরে কোর্টে পেশ করার আবেদন খারিজ আসানসোল সিবিআই আদালতের ৷

আসানসোল, 5 নভেম্বর: সায়গল হোসেনকে (Saigal Hossain) সশরীরে আদালতে পেশ করার আবেদন খারিজ করলেন আসানসোল সিবিআই আদালতের (Asansol CBI Court) বিচারক । আগামী 11 নভেম্বর তাঁর ভার্চুয়াল শুনানির নির্দেশ দিয়েছেন তিনি (Saigal Hossain to participate in virtual hearing)। শনিবার সায়গলের ভিডিয়ো কলে মাধ্যমে শুনানি হয় ৷ সে সময় আইনজীবী তাঁকে পরবর্তী শুনানির জন্য সশরীরে আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন । কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন ।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বিশেষ তদন্তের জন্য ইডি দিল্লি নিয়ে গিয়েছে সায়গল হোসেনকে ৷ ইডি (ED) হেফাজতের শেষে বর্তমানে তিহাড় জেল হেফাজতে রয়েছেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত তথা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী (Ex Bodyguard) সায়গল হোসেন । এ দিকে সিবিআই কোর্টে শনিবার তাঁর গরুপাচার মামলার শুনানি ছিল । এ দিন সিবিআই আইনজীবী থাকলেও সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা সশরীরে উপস্থিত ছিলেন না ৷ তিনি দিল্লিতে সায়গলের ইডি মামলার জন্য রয়েছেন ৷ সেখান থেকে এদিন ভিডিয়ো কলের মাধ্যমে সাওয়াল-জবাব করেন অনির্বাণ ।

সায়গলের আইনজীবী বিচারককে জানান, ইডির হেফাজতের শেষে বর্তমানে তিহাড় জেলে রয়েছেন সায়গল হোসেন । তাঁকে বর্তমানে ইডি আর জিজ্ঞাসাবাদ করছে না । যেহেতু তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করছে না, তাই পরবর্তী শুনানিতে জামিনের আবেদনের সময় সায়গল হোসেনকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজিরার কথা বলেন অনির্বাণ গুহঠাকুরতা । সিবিআই আইনজীবী বিরোধিতা করে জানান, কারোর জামিনের আবেদনের জন্য তাঁকে সশরীরে উপস্থিত থাকার কোনও প্রয়োজন নেই । বিচারক দু'পক্ষের সওয়াল-জবাবের শেষে সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানির নির্দেশ দেন । আগামী 11 নভেম্বর এই শুনানি হবে ।

আরও পড়ুন: সায়গল তিহাড়ে, আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি

উল্লেখ্য, ওই একই দিনে অনুব্রত মণ্ডলেরও শুনানি রয়েছে । একই দিনে এই প্রথমবার অনুব্রত ও সায়গলের শুনানি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.