ETV Bharat / state

Cattle Smuggling Scam: সায়গল তিহাড়ে, আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি

author img

By

Published : Nov 5, 2022, 1:02 PM IST

Updated : Nov 5, 2022, 1:48 PM IST

Saigal Hossain lodged in Tihar and his hearing in Asansol CBI court
Cattle Smuggling Scam: সায়গল তিহাড়ে, আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি

গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) ৷ সেই মামলায় আজ শুনানি আসানসোল সিবিআই আদালতে ৷ পরে সায়গলকে হেফাজতে নেয় ইডি ৷ পরে তাঁর জেল হেফাজত হয় ৷ এখন তিনি তিহাড় জেলে বন্দি ৷

আসানসোল, 5 নভেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) শুনানি শনিবার হবে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) । সেই মতো সিবিআইয়ের চার সদস্যের দল ও সিবিআই আইনজীবী আসানসোল সিবিআই কোর্টে আসেন । যদিও শনিবার সায়গল হোসেনকে সশরীরে তোলা হবে না । কারণ, সায়গল বর্তমানে তিহাড় জেলে বন্দি ।

গত 29 সেপ্টেম্বর শেষবার আসানসোল সিবিআই (CBI) আদালতে সায়গল হোসেনকে তোলা হয়েছিল । বিচারক সেই সময় তাঁকে 5 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । এরই মাঝে আসানসোল সংশোধনাগারে সায়গল হোসেনকে জেরা করে ইডি । কিন্তু অভিযোগ সায়গল হোসেন ইডিকে তদন্তে কোনও রকমের সহযোগিতা করেননি ।

এরপর সায়গলকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আসানসোল কোর্টে আবেদন করে ইডি (ED) । আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায় । এরপর দিল্লির একটি আদালতে ইডি আবেদন করে, শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্টে ওঠে এবং দিল্লি হাইকোর্টের নির্দেশে সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পায় ইডি ।

সায়গল তিহাড়ে, আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি

গত 21 অক্টোবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ কর্মীরা সায়গল হোসেনকে নিয়ে রেলপথে দিল্লি রওনা দেন। তারপরের দিনই তাঁকে আদালতে পেশ করা হয় । প্রথমে কয়েকদিন ইডির হেফাজতে ছিল সায়গল ৷ পরে তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ তাই তিনি এখন তিহাড় জেলে বন্দি ৷

অন্যদিকে সিবিআইয়ের হাতে থাকা গরু পাচার মামলায় শুনানির দিনও আসন্ন হয়ে পড়ে । শনিবার এই শুনানি । ইতিমধ্যেই সিবিআই আধিকারিক ও সিবিআই আইনজীবীরা আসানসোল সিবিআই আদালতে আসেন । এখন দেখার আসানসোল সিবিআই আদালতে শনিবার সায়গল হোসেনের কি শুনানি হয় !

আরও পড়ুন: হোয়াট্সঅ্যাপ কলে এনামুল, সায়গলের সঙ্গে কথা বলতেন অনুব্রত, অনুমান গোয়েন্দাদের

Last Updated :Nov 5, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.