ETV Bharat / state

Surendra Singh Ahluwalia: দুর্গাপুর মহকুমা আদালত চত্ত্বরে বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার বিরুদ্ধে পোস্টার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 11:50 AM IST

দুর্গাপুর মহকুমা আদালত চত্ত্বরে বিজেপি সাংসদে সুরিন্দর সিং আলুয়ালিয়ার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাজনৈতিক তরজা ৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার নামে পোস্টার সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালত ভবন ও মহকুমা শাসকের ভবনের সামনে ।

Etv Bharat
বিজেপি সাংসদের বিরুদ্ধে পোষ্টার

বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার

দুর্গাপুর, 14সেপ্টেম্বর: এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত ভবন ও মহকুমা শাসকের ভবনের সামনে । বিজেপি সাংসদের ছবি দেওয়া ওই পোস্টারে লেখা "এই সাংসদকে আর চাই না" ৷ যাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে শহর জুড়ে ৷

সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পঙ্কজ রায় সরকার এই প্রসঙ্গেই বলেন, "দুর্গাপুরে একের পর এক কারখানার বিলনগ্নীকরণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ চলছে ৷ আমরা সংসদের বাড়িতে 30 হাজারেরও বেশি পোস্টকার্ড পাঠিয়ে ছিলাম। দুর্গাপুরের সাধারণ মানুষ তাকে গত পাঁচ বছর পাননি । স্বাভাবিকভাবেই তাই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে ।"

তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, "এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ । সাধারণ মানুষ সাংসদকে গত পাঁচ বছর তাদের পাশে পাননি । তাই মানুষ ক্ষুব্ধ হয়ে এই পোস্টার দিয়ে প্রতিবাদ করেছে । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই পোস্টার দেওয়ার অভিযোগ একেবারেই মিথ্যা । মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের জোয়ার এনেছেন তাতে আমাদেরকে কারোর বিরুদ্ধে পোস্টার দেওয়ার মতো কলঙ্কিত কাজ করতে হবে না। সামনেই লোকসভা নির্বাচন মানুষের জবাব দেবেন।"

বিজেপি সাংসদকে ঘিরে তরজার মধ্যেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এর বক্তব্য, "গত সপ্তাহে উচ্ছেদ আন্দোলনের সময় উপস্থিত ছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ এছড়াও দুর্গাপুর ও পানাগড় রেল স্টেশনে চলমান সিঁড়ি-সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধনে ছিলেন ছিলেন । সংসদ মানুষের পাশেই আছেন । আর সেটা দুর্গাপুর-সহ বর্ধমানের মানুষ ভালো করে জানে । লোকসভায় তৃণমূলের হার নিশ্চিত জেনেই এইসব নোংরা কাজ করছে ।"

আরও পড়ুন: তাপপ্রবাহের মধ্যে কম্বল বিলি তৃণমূল বিধায়কের, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

যদিও এই বিষয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এর আগেও বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার এবং নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.