ETV Bharat / state

Police Detained KGF Bike Riders: শহর দাপাচ্ছিল বিকট শব্দ যুক্ত কেজিএফ বাইক, শুরু পুলিশি ধরপাকড়

author img

By

Published : Dec 24, 2022, 8:59 PM IST

বিকট শব্দ করে বাইক চালানো (loud noises bikes) এখন যেন নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ৷ কলকাতা-সহ জেলাগুলিতে প্রায়শ্যই এইরকম বাইক জোর গতিতে চালাতে দেখা যায় ৷ এর ফলে ক্ষণিকের মধ্যে কানে শব্দটা এসে লাগে ৷ যাতে অসুবিধা হয় অনেকেরই ৷

ETV Bharat
বিকট শব্দ যুক্ত কেজিএফ বাইকের বিরুদ্ধে কড়া পুলিশ

বিকট শব্দ যুক্ত বাইকগুলিকে ধরপাকড় পুলিশের

দুর্গাপুর, 24 ডিসেম্বর: বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর স্টিল টাউনশিপ-সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দ যুক্ত কেজিএফ বাইক (Police detained KGF bike riders) । কয়েকদিন আগেই 'মিট দ্য অফিসার শীর্ষক' একটি অনুষ্ঠানে এই বাইকগুলির বিকট আওয়াজ করে রাস্তায় দাপিয়ে বেড়ানো নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তমের কাছে প্রবীণ নাগরিকরা অভিযোগ জানান ।

বিশেষ করে যারা হৃদরোগ ও স্নায়ু রোগের সমস্যায় ভুগছেন তাদের বাইকগুলির বিকট আওয়াজের জেরে প্রাণ ওষ্ঠাগত । আধুনিক প্রজন্মের ছেলেরা তাদের বাইকগুলোর সাইলেন্সার পাইপগুলিকে কেটে ফেলছে । দুর্গাপুরের ট্রাঙ্ক রোড, চন্ডীদাস বাজার-সহ বেশ কিছু এলাকায় এই বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপগুলি লাগানো হচ্ছে বলে অভিযোগ । তিন হাজার টাকা থেকে প্রায় 7-8 হাজার টাকা পর্যন্ত খরচ করা হয় এই বিকট শব্দ যুক্ত সাইলেন্সার পাইপগুলি লাগাতে ।

এই ধরনের বিকট শব্দ করে আধুনিক প্রজন্মের এই বাইক চালকরা একটা অন্য আনন্দ খুঁজে পাচ্ছে । শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দ যুক্ত এই বাইকগুলি । কমিশনারের নির্দেশে এবার শুরু হল এই ধরনের বাইক ধরপাকড় । দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে এইরকম পাঁচটি বাইক বাজেয়াপ্ত করেছে । স্টিল টাউনশিপের বিভিন্ন জায়গা থেকে বাইক গুলো ধরা হয়েছে । পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মোতাবেক এগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানানো হয়েছে । সরু পাইপ দিয়ে তৈরি করা হয়েছে সাইলেন্সাগুলি ৷ কোন কোন সাইলেন্সার দিয়ে আবার দেখা যাচ্ছে আগুনের ফুলকি বেরোতে (Roaming in city with loud noises)।

এরকম বাইক চালাতে গিয়ে ধরা পড়ার পর শুভজিৎ অধিকারী নামের এক যুবক বলেন, "মজা পেতাম এই বাইক চালিয়ে ৷ তাই এই বাইক চালাতাম । আর চালাবো না । সাইলেন্সার পাইপ পরিবর্তন করে দেব । ট্রাঙ্ক রোড ব্যানার্জির বিভিন্ন গ্যারেজে ও গাড়ির স্পেয়ার পার্টসের দোকানে এই ধরনের সাইলেন্সার পাইপ বিক্রি হয় । আমি 3000 টাকায় কিনেছিলাম । আরও অনেক বেশি দামি ও সাইলেন্সার পাইপ বিক্রি হয় ওই দোকানগুলিতে ।"

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে বলেন, "যে সমস্ত দোকানগুলি থেকে এই ধরনের সাইলেন্সার পাইপ বিক্রি হচ্ছে বা লাগানো হচ্ছে তাদের বিরুদ্ধেও করা আইনি ব্যবস্থা নেওয়া হবে ।" দুর্গাপুরের বেশ কয়েকটি কলেজছাত্ররা এই ধরনের বিকট শব্দ যুক্ত বাইক নিয়ে প্রতিদিন কলেজে যাচ্ছে । বিকট শব্দ যুক্ত বাইক চালানোর জন্য একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল শিল্পশহর দুর্গাপুরে । পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা এই ধরনের বাইক রাস্তায় নামানো যাবে না ।

আরও পড়ুন: ক্লাসরুমে চাঙড় ভেঙে আহত 15 পড়ুয়া

দুর্গাপুরের ট্রাফিক বিভাগের এসিপি তাহিদ আনোয়ার বলেন, "এই ধরনের বিকট শব্দ যুক্ত বাইক রাস্তায় চালানো পুরোটাই বেআইনি । কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরণের বাইকগুলোর বিরুদ্ধে ।" শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বিকট শব্দ যুক্ত এই ধরনের প্রচুর বাইক । আপাতত এই বাইকগুলিকে বাজেয়াপ্ত করে শহরকে শব্দদূষণ মুক্ত করা বড় চ্যালেঞ্জ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্মীদের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.