ETV Bharat / state

TMC Leader Mysterious Death: পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Sep 18, 2022, 6:28 PM IST

গলায় ফাঁস লাগানো আবস্থায় পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার দেহ উদ্ধার (TMC Leader body recovered) ৷ তাঁর মৃত্যুকে ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য (Mysterious Death) ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

Mysterious death of TMC leader in Pandabeswar
Mysterious death of TMC leader in Pandabeswar

পাণ্ডবেশ্বর, 18 সেপ্টেম্বর: রবিবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক তৃণমূল নেতার (TMC leader dies) । মৃতের নাম নদিয়া ধীবর । পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া গ্রামে নিজের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ ৷ বয়স 52 বছর ৷

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর নদিয়া ধীবর বাড়ির দোতলায় নিজের ঘরে শুতে গিয়েছিলেন ।‌ এদিন অর্থাৎ ঘটনার দিন সকালেও নিজের অফিসে প্রয়োজনীয় কিছু কাগজপত্র দেখার পর ফের দোতালায় নিজের রুমে ফিরে যান । তারপর সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির পরিচারিকা তাঁর দোতলায় ঘর পরিষ্কার করতে গিয়ে নদিয়ার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখতে পান । তাঁর চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন । খবর দেওয়া হয় বনবহাল ফাঁড়ি পুলিশকে ।

পুলিশ এসে ফাঁস কেটে তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । খবর পেয়ে আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়-সহ নেতা কর্মীরা । নরেন্দ্রনাথ বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । নদিয়ার মৃত্যুতে দলের ক্ষতি হল । তাঁর পরিবারের পাশে আছি ।"

পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু

আরও পড়ুন: পরিত্যক্ত খনির চানকে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

উল্লেখ্য, নদিয়া ধীবর আগে ছোড়া পঞ্চায়েতের সদস্য ছিলেন । 2013 সালে নির্বাচনে জিতে তিনি জেলা পরিষদের সদস্য হন । বর্তমানে তিনি ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দায়িত্বে । পেশায় নদিয়া ধীবর ছিলেন আইনজীবী । দুর্গাপুর কোর্টে তিনি দীর্ঘদিন ধরে ওকালতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন । দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন এবার । তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা । প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ নদিয়ার মৃত্যু আত্মহত্যা না অন্যকিছু কারণে, তদন্তের পরেই তা বলা সম্ভব বলে এক পুলিশ আধিকারিক জানান (Mysterious death of TMC leader)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.