ETV Bharat / state

10দিন পর জঙ্গলের ভিতর কুয়ো থেকে উদ্ধার আদিবাসী যুবতির দেহ

author img

By

Published : Jun 4, 2020, 4:56 PM IST

asansol
asansol

10দিন আগেই নিখোঁজ হন আদিবাসী যুবতি মঙ্গলী টুডু । কিন্তু সন্দেহজনকভাবে তাঁর পরিবারের তরফে কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি । আজ সকালে স্থানীয় জঙ্গেল কুয়োর জলে তাঁর মৃতেদহ উদ্ধার হয় ।

আসানসোল, 4জুন : আদিবাসী যুবতির মৃতদেহ উদ্ধার হল জঙ্গলের ভিতরে পরিত্যক্ত কুয়ো থেকে । 10 দিন নিখোঁজ ছিলেন মঙ্গলী টুডু (28)। মঙ্গলীর স্বামী বলদেব বাস্কেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলস এলাকার জঙ্গলের ভিতর কুয়ো থেকে মঙ্গলীর দেহ উদ্ধার হয় । তিনি সালানপুরের ভাদোলা গ্রামের বাসিন্দা ।

স্থানীয় সূত্রে খবর, 10 দিন আগে বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান মঙ্গলী । কিন্তু তাঁর পরিবারের তরফে থানায় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি ।

হিন্দুস্থান কেবেলস কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কার্যত জঙ্গল আর আগাছার ভিড় হয়েছে । আজ সকালে স্থানীয়রা হিন্দুস্থান কেবলসের জঙ্গল এলাকায় কাঠ কাটতে যান । পচা গন্ধ তাঁদের নাকে আসে । খেয়াল করে দেখা যায় কুয়ো থেকেই সেই গন্ধ আসছে । কয়েকজন এগিয়ে গিয়ে কুয়োতে উঁকি মেরে দেখেন । দেখা যায়, কুয়োর জলে এক মহিলার মৃতদেহ ভাসছে । খবর ছড়িয়ে পড়তে পাশাপাশি গ্রামের লোকজন ভিড় করেন । সালানপুর থানার পুলিশ দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীদের সহায়তায় মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে । ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতেদহ ।

মৃতদেহ উদ্ধারের পর মঙ্গলীর পরিবার তাঁর মৃতদেহ শনাক্ত করে । কীভাবে মঙ্গলী কুয়োর ভিতর পড়লেন তা খতিয়ে দেখছে পুলিশ । অন্য কেউ এই ঘটনায় জড়িত কি না সেই খোঁজও করা হবে । কেন মঙ্গলী নিখোঁজ হওয়ার পরও কোনও নিখোঁজ ডায়েরি করল না পরিবার সেই প্রশ্নও উঠেছে । ইতিমধ্যেই মঙ্গলীর স্বামীকে আটক করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.