ETV Bharat / state

Unique protest at University: উপাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ, কবিতা দিবসে ক্লাস খোলা আকাশের নীচে

author img

By

Published : Mar 21, 2023, 9:01 PM IST

কবিতা দিবসে (Poetry Day) দিন খোলা আকাশের নীচে ক্লাস করিয়ে প্রতিবাদ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৷ উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলছে এই বিক্ষোভ ৷

Unique protest on Poetry Day
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

কবিতা দিবসে ক্লাস খোলা আকাশের নীচে

আসানসোল, 21 মার্চ: গত কয়েকদিন ধরে সরগরম আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (Kazi Nazrul University)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন উপাচার্য সাধন চক্রবর্তী (Vice Chancellor Sadhan Chakraborty)। তারপর থেকেই উপাচার্যের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে চলছে শিক্ষকদের বিক্ষোভ । মঙ্গলবার থেকে শিক্ষকদের পাশে প্রতিবাদে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও । প্রতিবাদের মাঝেই বিশ্ব কবিতা দিবসে (Poetry Day) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিতার ক্লাস নিলেন খোলা আকাশের নীচে ।

Kazi Nazrul University protest
ফাঁকা চেয়ার রেখে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা

ধর্মঘটের দিন অনুপস্থিত, শিক্ষকদের বেতন পাইয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাটেন্ডেন্স রেজিস্টার অর্থ মন্ত্রকে পাঠানোর ক্ষেত্রে বাধার সৃষ্টির অভিযোগে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করেন উপাচার্য । তারপর থেকেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভে নেমেছেন । তারা স্পষ্ট জানিয়েছেন, এই উপাচার্যের সঙ্গে তাঁরা কাজ করবেন না ৷ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় চালাতে তারা অসহযোগিতা করবেন ৷ টানা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরে এসেও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা ৷ মঙ্গলবার থেকে এই আন্দোলনে ছাত্রছাত্রীরাও এসে যোগ দেন শিক্ষকদের পাশে ৷ ছাত্রছাত্রীরা স্পষ্ট জানান, শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনা করেছেন উপাচার্য ।

Kazi Nazrul University protest
খোলা আকাশের নীচে ক্লাস করে প্রতিবাদ

গত ন'দিন ধরে বিক্ষোভ চলাকালীন উপাচার্য সাধন চক্রবর্তী আসছেন না। শোনা যাচ্ছে, মঙ্গলবার তিনি আসতে পারেন । আর তাই বিক্ষোভস্থলে একটি ফাঁকা চেয়ার রেখে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা । অন্যদিকে মঙ্গলবার ছিল বিশ্ব কবিতা দিবস । প্রতিবাদের মাঝেও পঠন-পাঠনের কাজ কিন্তু বন্ধ হয়নি বিশ্ববিদ্যালয়ে ৷ আর তাই বিশ্ব কবিতা দিবসের দিন, খোলা আকাশের নীচেই কবিতার ক্লাস নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তনু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কবিতার ক্লাস চার দেওয়ালের মধ্যে হয় না । কবিতার ক্লাস মাঠে-ঘাটে, চা দোকানে, পলাশ গাছের তলায় সর্বত্র হতে পারে । আর তাই প্রতিবাদের মাঝেও আমরা খোলা আকাশের নীচে কবিতার ক্লাস করাচ্ছি ।"

আরও পড়ুন: লকডাউন কেড়েছে কাজ, ইঞ্জিনিয়ার এখন বি-টেক চা-ওয়ালা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.