ETV Bharat / state

গলায় গেরুয়া নামাবলি, "চেয়ার" ছাড়ার ইঙ্গিত জিতেন্দ্র তিওয়ারির

author img

By

Published : Dec 14, 2020, 8:24 PM IST

Updated : Dec 14, 2020, 8:37 PM IST

কুলটিতে শ্মশানের বৈদুতিন চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর অনুগামীদের গলায় দেখা গেল গেরুয়া নামাবলি । আর সেখানে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আসানসোলের মানুষের আশা পূরণ করার জন্য যদি চেয়ার ছাড়তে হয় তবে তা ছাড়তে রাজি আছি ।"

চেয়ার ছাড়ার ইঙ্গিত জিতেন্দ্র তেওয়ারির
চেয়ার ছাড়ার ইঙ্গিত জিতেন্দ্র তেওয়ারির

আসানসোল, 14 ডিসেম্বর: সকাল থেকেই ফিরহাদ হাকিমকে লেখা জিতেন্দ্র তেওয়ারির একটি চিঠি ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় । বিকেল পর্যন্ত বরফ গলেনি । অন্যদিকে আগামীকাল কলকাতায় বৈঠকে যাবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । তার আগে আজ বিকেলে কুলটির ডিসেরগড় মহা শ্মশানে একটি বৈদুতিন চুল্লির উদ্বোধন করেন তিনি । সেখানে তাঁর গলায় দেখা যায় গেরুয়া নামাবলি ।

আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি সহ তাঁর অনুগামীদের গলায় গেরুয়া নামাবলি দেকা যায় । শ্মশানঘাটে বৈদুতিন চুল্লির উদ্বোধন, তাই নামাবলি দিয়ে অতিথি বরণ করা হয়েছে বলে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি । যদিও ইতিমধ্যেই এর মধ্যে অন্য ইঙ্গিত খুঁজতে শুরু করে দিয়েছেন অনেকে ।

চেয়ার ছাড়ার ইঙ্গিত জিতেন্দ্র তিওয়ারির

জিতেন্দ্র তিওয়ারি তাঁর ভাষণে বলেন, "এটা ঠিক, যখন আসানসোলে এগিয়ে যাচ্ছে, তখন কলকাতায় গুটিকয়েক মানুষ আছেন যাঁরা এটা ভালো চোখে দেখেন না । কলকাতা এগিয়ে গেলে আমরা খুশি হই, কিন্তু আসানসোল এগিয়ে গেলে কলকাতার কিছু লোক আছে যাঁরা দুঃখ করে, দুঃখ পান । তাঁদের বলব দুঃখ করে ঘরে থাকুন । দুটো রুটি বেশি খান, কিন্তু আসানসোল এগিয়ে যাবেই ।"

আরও পড়ুন :-এই চিঠি যাঁরা জনসমক্ষে আনলেন, দায়দায়িত্ব তাঁদের ; বিস্ফোরক জিতেন্দ্র


জিতেন্দ্র তিওয়ারি তাঁর বক্তব্যে আরও বলেন, "আসানসোলের মানুষের আশা পূরণ করার জন্য যদি চেয়ার ছাড়তে হয় তবে তা ছাড়তে রাজি আছি । কলকাতায় বসে যদি কেউ ভাবেন তোমাকে চেয়ার দিয়েছি, সিকিউরিটি দিয়েছি, গাড়ি দিয়েছি, কিন্তু আসানসোলের কথা তুমি বলতে পারবে না ৷ কলকাতার সঙ্গে তুমি কম্পিটিশন করতে পারবে না । তাহলে বলব এরকম চেয়ার, গাড়ি, সিকিউরিটি কোনও কিছুরই দরকার নেই । আসানসোল আমার প্রাণকেন্দ্র । এখানকার মাটি আমার নিজের মাটি । এখানকার মানুষ যা চাইবে সেই কাজই আমরা করব ।’’

Last Updated : Dec 14, 2020, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.