ETV Bharat / state

INTTUC rally at Durgapur: মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব

author img

By

Published : May 29, 2022, 6:23 PM IST

INTTUC rally at Durgapur before Mamata Banerjee visit
মুখ্যমন্ত্রী আসার আগেই দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee district visit) আসার আগে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC পদযাত্রা করল শিল্প-কলকারখানা বাঁচানোর দাবিতে (INTTUC rally at Durgapur)৷ কিন্তু এই পদযাত্রায় কেন অনুপস্থিত দুর্গাপুরের দুই হেভিওয়েট শ্রমিক নেতা?

দুর্গাপুর, 29 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই মিছিল করল শাসক দলের শ্রমিক সংগঠন (Mamata Banerjee district visit)। আর সেই মিছিলে অনুপস্থিত দুর্গাপুরের দুই হেভিওয়েট শ্রমিক নেতা । তাহলে কি মুখ্যমন্ত্রী যাওয়ার আগেও দুর্গাপুরে শাসক দলের শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল ?

কেন্দ্রীয় সরকারের 'জনবিরোধী' সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার সকালে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে দুর্গাপুরের আকবর রোড থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় । পদযাত্রায় পা মেলান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার, তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ পাল, দেবব্রত সাঁই-সহ একাধিক নেতৃত্ব । এলাকার বহু তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন ।

কিন্তু এই মিছিলে দেখা গেল না দুর্গাপুরের দুই হেভিওয়েট শ্রমিক নেতা বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চট্টোপাধ্যায়কে । এই দুই শ্রমিক নেতার নাম জেলা শ্রমিক সংগঠনের তালিকাতেও নেই । কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তের প্রতিবাদে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প-কলকারখানা বাঁচানোর লক্ষ্যেই শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে পদযাত্রার আয়োজন করা হয় । অবিলম্বে দাবিদাওয়াগুলি মানা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব ।

দুর্গাপুরে আইএনটিটিইউসি-র মিছিল

আরও পড়ুন: Paschim Bardhaman TMC Meeting : পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা মমতার, হতে পারে সাংগঠনিক রদবদল

এ বিষয়ে প্রভাত চট্টোপাধ্যায়ের দাবি, তিনি আজ মুখ্যমন্ত্রী আসার জন্য তাঁর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় মিছিলে যেতে পারেননি । তবে তাঁকে মিছিলে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও তিনি জানান । প্রভাত চট্টোপাধ্যায় অনুপস্থিতির কারণ দেখালেও তাঁর অনুগামীদের, মূলত যাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠন সামলান, তাঁদেরও এই মিছিলে দেখা যায়নি বলে অভিযোগ । আর বিশ্বনাথ পাড়িয়ালকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি । মুখ্যমন্ত্রী দুর্গাপুরের মাটি স্পর্শ করার কয়েক ঘণ্টা আগেও শ্রমিক নগরীতে শাসক দলের শ্রমিক সংগঠনের ফাটল স্পষ্ট হল বলে মত রাজনৈতিক মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.