ETV Bharat / state

অণ্ডালে চোলাইয়ের ঠেক ভাঙল আবগারি দপ্তর

author img

By

Published : Apr 6, 2020, 5:52 PM IST

Andal
চোলাইয়ের ঠেক ভাঙল আবগারি দপ্তর

লকডাউনের জেরে মদ পাওয়া যাচ্ছে না ৷ তাই চোলাই মদের ঠেকগুলিতে ভিড় জমাচ্ছেন অনেকেই । আজ অণ্ডালে সেরকমই একটি ঠেকে অভিযান চালাল আবগারি দপ্তর ।

অণ্ডাল, 6 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ দেশি-বিদেশি মদের দোকান । সেই সুযোগকে কাজে লাগাচ্ছে কয়েকজন ৷ যেখানে সেখানে খুলে বসেছে চোলাইয়ের ঠেক ৷ অণ্ডাল থানার শকরা গ্রামে এমনই একটি চোলাইয়ের ঠেকে আজ অভিযান চালান আবগারি দপ্তরের আধিকারিকরা । ভাঙা হয় চোলাইয়ের ঠেক।

লকডাউনের জেরে মদ পাওয়া যাচ্ছে না ৷ তাই বিকল্প হিসেবে ভিড় জমছে চোলাই মদের ঠেকগুলিতে । কয়েকদিন ধরে অণ্ডালের শকরা গ্রামে একটি পুকুর পাড়ে এই রকম একটি ঠেক চলছিল । খবর পেয়ে আজ সকালে ওই ঠেকে অভিযান চালিয়ে 160 লিটার চোলাই বাজেয়াপ্ত করেন আবগারি দপ্তরের আধিকারিকরা ।

আবগারি দপ্তরের আধিকারিক অভিষেক ঘোষ বলেন , "লকডাউনের কারণে সরকারি অনুমোদিত সমস্ত মদের দোকান যেহেতু বন্ধ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগাচ্ছে এই চোলাই, তাড়ির অসাধু ব্যবসায়ীরা । তারা তাল গাছের রসের সঙ্গে বিভিন্ন ধরনের নেশার ওষুধও মেশায় । যা পান করা অত্যন্ত বিপজ্জনক । এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।"

মদ না পেয়ে এলাকার অনেকেই এখন এই ঠেকগুলিতে ভিড় জমাচ্ছেন ৷ যা শরীরের পক্ষে ক্ষতিকর । আর তাই লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.