ETV Bharat / state

Selfie Controversy of ECL Official: রাজনৈতিক মঞ্চে তারকা সাংসদের সঙ্গে সেলফি, বিতর্কে ইসিএল কর্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:45 PM IST

Selfie Controversy of ECL Official ETV BHARAT
Selfie Controversy of ECL Official

ECL Official Selfie Controversy with MP Shatrughan Sinha: আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তোলায় বিতর্কে ইসিএল আধিকারিক ৷ কেন্দ্রীয় সংস্থার আধিকারিক হয়ে কেন রাজনৈতিক মঞ্চে উঠবেন তিনি ? সেই প্রশ্ন তুলছে ইসিএল কর্তৃপক্ষের একাংশ ৷

আইএনটিটিইউসি-র মঞ্চে উঠে শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি ইসিএল কর্তার

দুর্গাপুর, 9 সেপ্টেম্বর: কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ ইসিএল আধিকারিক ৷ তবে, কোনও ভাষণ দিতে নয় ৷ তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলতে উঠেছিলেন ৷ আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ ওই ইসিএল আধিকারিকের পরিচয় কৌশিক খান ৷ তিনি দুর্গাপুরের লাউদোহায় ঝাঁঝরা প্রজেক্ট এলাকার ম্যানেজার ৷ ইসিএল-এর একাংশের প্রশ্ন উঠছে, তিনি কেন্দ্রীয় সংস্থার একজন আধিকার হয়ে কীভাবে রাজনৈতিক মঞ্চে উঠলেন ? তবে, আধিকারিকের বক্তব্য, তিনি কোনও রাজনৈতিক কারণে সেখানে যাননি ৷ কেবলমাত্র একজন অনুরাগী হিসেবে শত্রুঘ্ন সিনহাকে দেখতে গিয়েছিলেন ৷

আজ দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র তরফে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ৷ মূলত কেন্দ্রের কয়লাখনিগুলির বেসরকারিকরণের প্রতিবাদে এই কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসানসোলের সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ তারকা সাংসদ যখন মঞ্চে বসেছিলেন, সেই সময় ইসিএল-এর আধিকারিক কৌশিক খানকে সোজা গিয়ে শত্রুঘ্ন সিনহার পাশে বসে পড়তে দেখা যায় ৷ এর পর মোবাইল ফোন বের করে সেলফি নেন তিনি ৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ভিডিয়ো ধরা পড়ে ৷ সেলফি নেওয়ার পর, তিনি সাংসদের সঙ্গে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে যান ৷

কিন্তু, একজন সরকারি আধিকারিক হয়ে তিনি কি রাজনৈতিক মঞ্চে উঠতে পারেন ? যে প্রশ্নের জবাবে, ইসিএল-এর ওই আধিকারিকের সাফাই, ‘‘আমি কোনও রাজনৈতিক কারণে যাইনি ৷ একজন অনুরাগী হিসেবে ওনাকে দেখতে গিয়েছিলাম মাত্র ৷ আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে নেই ৷’’ কিন্তু, সেলফি তোলার বিষয়টি সরাসরি অস্বীকার করেন কৌশিক খান ৷

আরও পড়ুন: ইসিএলের সম্প্রসারণে জমি দিল রাজ্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন মলয় ঘটক

তবে, কেন্দ্রীয় আধিকারিক হয়ে রাজনৈতিক মঞ্চে উঠে তিনি নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের ৷ এ নিয়ে তারা ইসিএল কর্তৃপক্ষকে অভিযোগ জানাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ৷ তবে, ইসিএল কর্তার ওই কাজে কোনও দোষা বা ভুল দেখছেন না পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তাঁর মতে, অভিনেতা হওয়ার সুবাদে শত্রুঘ্ন সিনহার লক্ষ লক্ষ অনুরাগী আছেন ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন ওই ইসিএল কর্তা ৷ তাই তাঁর সঙ্গে কেবল একটা সেলফি তুলেছেন তিনি ৷ কিন্তু, সেটা রাজনৈতিক মঞ্চে কেন ? প্রশ্ন তুলছে ইসিএল-এর একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.