ETV Bharat / state

কফি হাউসের আদলে গড়ে উঠছে আসানসোলের 'কথাঞ্জলি'

author img

By

Published : Mar 3, 2020, 1:30 PM IST

Updated : Mar 3, 2020, 2:31 PM IST

আসানসোলের কবি-সাহিত্যিক শিল্পীদের ভরসা ছিল রবীন্দ্র ভবনের বাইরে সুরেশের চায়ের দোকান । এইবার সেই ছবিটার বদল ঘটবে । আসানসোল পৌরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে 'কথাঞ্জলি' কফি হাউস ।

coffee-house-in-asansol
আসানসোল কফিহাউস

আসানসোল, 3 ফেব্রুয়ারি: সাহিত্য-সংস্কৃতি হোক বা নিছকই রাজনৈতিক চর্চা ৷ ধোঁয়া ওঠা কফির কাপ হাতে আড্ডা প্রিয় বাঙালির সেরা ঠিকানা কলেজ স্ট্রিটের কফি হাউস ৷ তবে জেলাবাসী সেই কফির স্বাদ থেকে বঞ্চিত ৷ তাই এবার কলকাতার কফি হাউসের আদলে এবার আসানসোলের BNR মোড়ে গড়ে উঠছে কফি হাউস ৷ নাম রাখা হয়েছে 'কথাঞ্জলি'৷ তবে এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি কথাঞ্জলি কফি হাউসের ৷

শহরে নেই কোনও কফি হাউস ৷ যা নিয়ে এতদিন পর্যন্ত আসানসোলের নিখিলেশ, মঈদুল'দের অভিমান ছিল । গোয়ানিজ ডিসুজা' মতো গিটারের ছন্দে মেতে উঠতে পারতেন না আড্ডায় । আসানসোলের কবি-সাহিত্যিক শিল্পীদের ভরসা ছিল রবীন্দ্র ভবনের বাইরে সুরেশের চায়ের দোকান । এইবার সেই ছবিটার বদল ঘটবে । আসানসোল পৌরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে 'কথাঞ্জলি' কফি হাউস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই 'কথাঞ্জলি'র নামে নামাঙ্কিত করা হয়েছে এই কফি হাউস । মোট ৪০ লাখ টাকা ব্যয়ে আসানসোল রবীন্দ্রভবনে গড়ে উঠেছে কথাঞ্জলি ৷

তিনতলা এই কফি হাউসের নিচে থাকছে গাড়ি পার্কিংয়ের জায়গা । দোতলা এবং তিনতলায় পাওয়া যাবে কফি, স্ন্যাক্স ৷ রয়েছে রেস্তোরাঁ সহ আড্ডা দেওয়ার জায়গা । কলকাতা কফি হাউসের আদলেই উঁচু সিলিং, ভিনটেজ লুকে গড়ে উঠেছে আসানসোলের কফি হাউস ৷ আপাতত এই কফি হাউস PPP মডেলে তুলে দেওয়া হবে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে । সেখান থেকে পৌরনিগমের আয় হবে ।

আসানসোলের BNR মোড়ে গড়ে উঠছে কফি হাউস

এই বিষয়ে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, "শহরের শিল্পী-বুদ্ধিজীবীদের আড্ডায় দেওয়ার জন্য একটা স্থান তৈরি হল । এই আড্ডা থেকে উঠে আসা ভাবনা শুধু আসানসোলের নয়, দেশের তথা বিশ্বের জন্য মঙ্গলকর । তাই তাদের আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা করে দেওয়া হলো । খুব দ্রুত এই কফি হাউসের উদ্বোধন করা হবে ।"

Last Updated : Mar 3, 2020, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.