ETV Bharat / state

Abhishek Banerjee: মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতেই কি অভিষেকের নবজোয়ার ?

author img

By

Published : May 23, 2023, 8:27 PM IST

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে বাংলাজুড়ে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই যাত্রা কি নিজেকে দলের অন্দরে এবং সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার লড়াই ? তিনি মমতার ছায়া থেকে বেরিয়ে জননেতা হতে চাইছেন ?

Abhishek Banerjee
Abhishek Banerjee

দুর্গাপুর, 23 মে: রাজনৈতিক পরিভাষা পালটে গিয়েছে । আর এখন কলকাতায় বসে রাজ্যের মানুষকে নিয়ে রাজনীতি অতীত । গ্রাম বাংলার অলিতে-গলিতে রাজনৈতিক পরিমণ্ডল গড়ে নিজেকে ‘আমি তোমাদেরই লোক’ হিসাবে গড়ে তুলতে পারলে তবেই তিনি জননেতা বা জননেত্রী হওয়া যায় ।

আর এই কাজটা গত কয়েক দশকে সবচেয়ে ভালো করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেসের নেত্রী হিসেবে হোক কিংবা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে, তাঁর জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ মানুষের সঙ্গে মিশে থাকা । অতি সাধারণ জীবন যাপন আর গ্রাম বাংলার সব প্রান্তে বাম রাজনীতির ভুলত্রুটিকে সামনে রেখে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষদের আঁকড়ে ধরে মমতা বন্দোপাধ্যায়ের জননেত্রী ভাবমূর্তি গড়ে ওঠে ।

যদিও সেই সময় সোশ্যাল মিডিয়ার এত দাপাদাপি ছিল না । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আমজনতার হৃদয়ে জায়গা করে নেন । মমতা বন্দোপাধ্যায় তাঁর এই জননেত্রী ইমেজকে সামনে রেখেই দীর্ঘ বাম জমানার অবসান ঘটান । 2014 সালে রাজনীতিতে প্রবেশ করার পর থেকে পিসির সেই কৌশলকে অনসরণ করতে দেখা গিয়েছে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ৷ ইদানীং সেই প্রক্রিয়াই আরও বৃদ্ধি পেয়েছে ৷

Abhishek Banerjee
সাধারণ মানুষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত কয়েক মাসে জেলায় জেলায় সভা করার সময় অভিষেককে বারবার মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে ৷ সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অভাব-অভিযোগ শুনতে দেখা গিয়েছে ৷ যা প্রায় চূড়ান্ত রূপ নিয়েছে তৃণমূলে নবজোয়ার যাত্রায় ৷ কোচবিহার থেকে এই যাত্রা শুরু করেছেন তিনি ৷ শেষ হবে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷ টানা 60 দিন তিনি গ্রাম বাংলায় ঘোরার কর্মসূচি নিয়েছেন ৷ সেই কর্মসূচিতে জনতার উদ্দেশ্যে যেমন তিনি ভাষণ দিচ্ছেন ৷ সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলছেন, রাস্তার পাশের চায়ের দোকানে চা খেতে খেতে সাধারণের অভাব অভিযোগ শুনছেন ৷ একই সঙ্গে এলাকায় এলাকায় রোড শো করছেন, লিট্টি চোখা উৎসবে যোগ দিচ্ছেন, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদোয়ারায় মাথা ঠেকাচ্ছেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, এতদিন মমতার হাতেই ছিল তৃণমূলের ব্যাটন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অনেক প্রশাসনিক দায়িত্ব আছে ৷ সেই কারণে তৃণমূলে অভিষেক ক্রমশ সেকেন্ড-ইন-কমান্ড হয়ে উঠেছেন ৷ ভোটে প্রার্থী বাছাই থেকে সংগঠনে রদবদল, সবক্ষেত্রেই তাঁর মতামত গুরুত্ব পাচ্ছে ৷ কিন্তু বিরোধীরা বরাবর তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ মমতার সৌজন্যেই তিনি তৃণমূলের উচ্চপদে পৌঁছাতে পেরেছেন বলে কটাক্ষ করেছে ৷ এমনকী, দলের অন্দর থেকেও কেউ কেউ অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন ৷

সেই সব সমালোচকদের জবাব দিতেই আর সাধারণ মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বৃদ্ধিতেই এই জনজোয়ারের পরিকল্পনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷ কিন্তু তাঁর এই উদ্যোগ কি সফল হবে ? তিনি কি জননেতা হয়ে উঠতে পারবেন ? উত্তর এই মুহূর্তে অধরা ৷

যদিও তৃণমূল মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার আট থেকে আশির কাছে জনপ্রিয় ৷ এই জনজোয়ার তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়াচ্ছে ৷ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘নবজোয়ার যাত্রা কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে । তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাস্তবে জননেতা । আর তা দেখেই বিরোধীদের চক্ষু চড়ক গাছ । সিবিআই, ইডি-কে লাগিয়ে তাকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে । কিন্তু গণতন্ত্রে জনতা শেষ কথা । আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার জননেতা ।’’

বিরোধীরা অবশ্য সেই যুক্ত মানতে নারাজ ৷ তাদের বক্তব্য, দুর্নীতি ঢাকতেই এই কর্মসূচি ৷ তবে জনজোয়ারে লাভ হবে না ৷ মানুষ তৃণমূলকে আর ভোট দেবেন না ৷ সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, কর্পোরেট জগত থেকে নরেন্দ্র মোদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার প্রচেষ্টা চালানো হয়েছে ৷ এরা জননেতা হওয়ার চেষ্টা চালিয়েছেন ৷ কিন্তু জননেতা হতে পারেননি ৷ সাময়িক হয়তো মানুষ ভুল বুঝবেন ৷ কিন্তু এরা রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারবেন না ৷

Abhishek Banerjee
রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দুর্নীতিতে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার ৷ সেই তথ্যপ্রমাণ সমস্ত আমাদের হাতে রয়েছে ৷ সেই কারণে প্রশান্ত কিশোর ও তৃণমূলের কিছু নেতার বুদ্ধিতে তিনি এই কর্মসূচিতে নেমেছেন ৷ বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি রাজনৈতিক কেউকেটা ৷ কিন্তু আসলে তিনি কেউ নন ৷ তিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ৷ তাঁর জননেতা হওয়ার শখ খুব তাড়াতাড়ি পূরণ হবে ৷ তাঁর নবজোয়ার কর্মসূচি দুর্গাপুজোর আগে তিহাড় যাত্রা কর্মসূচিতে পূর্ণ হবে ৷’’

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক জনপ্রিয়, নাকি জনপ্রিয় নন, তার প্রমাণ ভোটে মিলবে ৷ কিছুটা পঞ্চায়েত ভোটে ৷ আর বাকিটা আগামি বছর লোকসভা নির্বাচনে ৷ ওই ভোটে যদি তৃণমূল ফের ভালো ফল করতে পারে, 2019 এর চেয়ে আসন বৃদ্ধি করতে পারে, তাহলেই প্রকৃত জননেতা হয়ে উঠতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: 'সবাই লিট্টিচোখা খেতে এসেছেন, মঞ্চ কেন ?', জামুড়িয়ায় নবজোয়ারে অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.