ETV Bharat / state

Agnimitra Paul: দিদিমণির চুরি শেখানোর কোচিংয়ে সায়নী ক্রাশ কোর্স করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রার

author img

By

Published : Jul 6, 2023, 12:32 PM IST

Agnimitra attacks Mamata
অগ্নিমিত্রা পাল

দিদিমণি 'চুরি' শেখানোর কোচিং সেন্টার খুলেছেন ৷ সায়নী ঘোষ তাতে ক্রাশ কোর্স করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই কড়া ভাষায় আক্রমণ করতে শোনা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ৷

মমতাকে কটাক্ষ অগ্নিমিত্রার

কাঁকসা, 6 জুলাই: ইডি দফতারে হাজিরা না-দেওয়া প্রসঙ্গে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে তীব্র আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । বুধবার সন্ধ্যায় কাঁকসার গোপালপুরে নির্বাচনের প্রচারে আসেন আসানসোল দক্ষিণের এই বিজেপি বিধায়ক ৷ সেখান থেকেই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, "দিদিমণির চুরি শেখানোর কোচিং সেন্টার খুলেছেন । সেখানে ছোট ক্রাশ কোর্স করেছে সায়নী ৷ আর সেই কোচিং সেন্টারে যেমন অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়দের মতো বড় বড় ডাকাতরাও আছেন।"

  • সায়নীকে ইডি হাজিরা নিয়ে তোপ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে সায়নী ঘোষকে ইডির পক্ষ থেকে ইতিমধ্যে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে । বুধবার ফের ইডি দফতরে সায়নীকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু তিনি তা এড়িয়ে গিয়ে পূর্ব বর্ধমান জেলার গলসিতে শাসকদল তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন ।

  • মমতাকে আক্রমণ অগ্নিমিত্রার

প্রসঙ্গত, সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে 2021 এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছিলেন । গতকাল অগ্নিমিত্রা সাংবাদিকদের মুখোমুখি প্রশ্ন তোলেন, বিধানসভা নির্বাচনের সময় হলফনামা জমা দিতে হয় ৷ তাতে সায়নী ঘোষ তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ও একাধিক গাড়ির তথ্য কেন দেননি? এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধোনা করতে শোনা গেল এই বিজেপি বিধায়ককে । তাঁকে আক্রমণ করতে গিয়ে কুন্তল থেকে পার্থর প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷

আরও পড়ুন: বন্দে ভারতের উদ্বোধন ভেস্তে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ অগ্নিমিত্রার

  • তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

এ দিন প্রচারে এসে অগ্নিমিত্রা পালের অভিযোগ, মানুষের জন্য টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু বাংলার মানুষ ঘর পাননি ৷ মহিলাদেরকে এখনও শৌচকর্ম করতে মাঠে যেতে হয় । পানীয় জলের জন্য পর্যাপ্ত টাকা দেওয়া হল এখনও পর্যন্ত বাড়িতে বাড়িতে জল পৌঁছয়নি । অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "গোপালপুর গ্রামের রাস্তা দিয়ে আমি যখন হাঁটছিলাম দেখলাম সারা রাস্তায় অন্ধকার।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.