ETV Bharat / state

মলয় ঘটকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

author img

By

Published : Mar 1, 2021, 8:40 PM IST

গত শুক্রবার নির্বাচনের দিন ঘোষণা হতেই গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনবিধি ৷ ভোটপর্বে যা বিভিন্ন রাজনৈতিক দলের উপর বিধিনিষেধ আরোপ করবে ৷

malay ghatak
malay ghatak

আসানসোল, 1 মার্চ : মলয় ঘটকের বিরুদ্ধে নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগ ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার দিন তিনেকের মধ্যেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি ৷ আসানসোল পৌরনিগমের একটি অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷

গত শুক্রবার নির্বাচনের দিন ঘোষণা হতেই গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনবিধি ৷ ভোটপর্বে যা বিভিন্ন রাজনৈতিক দলের উপর বিধিনিষেধ আরোপ করবে ৷ এরইমধ্যে গতকাল আসানসোল পৌরনিগমে মলয় ঘটক দলীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । সেই অনুষ্ঠান নিয়েই মলয় ঘটকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ তাঁর অভিযোগ, "নির্বাচনের দিন ঘোষণার পর আসানসোল পৌরনিগমের সভাকক্ষে তৃণমূলের মাইনরিটি সেলের বৈঠক করেছেন মলয় ঘটক । যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নির্বাচনীবিধি বিরোধী । তাই আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ বিষয়টি জানাব । তারা কী ব্যবস্থা নেন সেজন্য অপেক্ষা করছি ।"

মলয় ঘটকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

আরও পড়ুন : পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ভিত্তিহীন অভিযোগ । একজন মন্ত্রী কয়েকজনকে নিয়ে আলোচনা করতেই পারেন । উনি কোনও প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেননি ৷ এতে বিধিভঙ্গের কোনও প্রশ্নই ওঠে না । নির্বাচন কোনওদিন লড়েননি তো ৷ তাই এই ছোটোখাটো বিষয়গুলো ওঁরা জানেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.