ETV Bharat / state

Ganja recovered: আসানসোল থেকে উদ্ধার 193 কেজি গাঁজা, ধৃত 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:50 PM IST

Ganja recovered
আসানসোল থেকে উদ্ধার গাঁজা

ওড়িশা থেকে এই রাজ্যে গাঁজা পাচার করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বিচারক এদিন অভিযুক্তদের 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

গাঁজা পাচারে ধৃত 4

আসানসোল, 4 সেপ্টেম্বর: ওড়িশা থেকে এ রাজ্যে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ দুটি গাড়ি-সহ প্রায় 193 কেজি গাঁজা আটক করেছে। সোমবার এই ঘটনায় অভিযুক্ত এক মহিলা-সহ 4 জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলেও, বিচারক এদিন 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ অভিযুক্তরা হলেন রুবি পাত্র, স্বামী পূর্তিবাস পাত্র, বুলু মোহান্তি ও ধনঞ্জয় সিং ৷ ধনঞ্জয় জামুড়িয়ার বাসিন্দা হলেও বাকি তিন অভিযুক্ত ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরবেলায় আসানসোল উত্তর থানার পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে দুটি গাড়ি। দুটি গাড়ির মধ্যে একটিতে কলকাতার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৷ অন্য গাড়িটিতে ছিল ওড়িশার নম্বর। গাড়ি দুটি দেখে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত পুলিশদের। এরপরেই তল্লাশি চালাতে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে গাঁজার প্যাকেট। পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছিল জামুরিয়ায়। পুলিশ জানিয়েছে, মোট 114টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক ওজন 193 কেজি। এই চক্রে আর কেউ জড়িত কি না, তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ৷ পাশাপাশি আটক হওয়া গাঁজা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টে

এর আগে, মাত্র 3 দিন আগেই মাত্র 23 কেজি গাঁজা পাচারের অভিযোগে 4 দুষ্কৃতিকে 10 বছর, 12 বছর এবং 14 বছর কারাবাসের সাজা শুনিয়েছে আসানসোল এনডিপিএস আদালত ৷ এবার সেই উত্তর থানা এলাকাতেই 193 কেজি গাঁজা পাচার চক্র ধরা পড়েছে পুলিশের জালে ৷

আরও পড়ুন: গোয়ায় 55 লাখ টাকার মাদক-সহ গ্রেফতার ইতালীয় ডিজে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.