ETV Bharat / state

Suvendu in Nandigram: মোদির জুতোয় পা গলিয়ে নন্দীগ্রামে শহিদ স্মরণ শুভেন্দুর

author img

By

Published : Mar 14, 2023, 3:54 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথেরই পথিক হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা৷ পা ধুইয়ে এদিন শহিদ স্মরণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Etv Bharat
মোদির জুতোয় পা গলিয়ে শহিদ স্মরণ শুভেন্দুর

নন্দীগ্রাম, 14 মার্চ: শুরুটা করেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী ৷ এবার নরেন্দ্র মোদির দেখানো পথেরই পথিক হলেন রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দ্বিতীয়বার লোকসভা ভোটের আগে কুম্ভমেলায় গিয়ে পাঁচ সাফাই কর্মীর পা ধুইয়ে দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে ৷ মঙ্গলবার হুবহু মোদিকেই 'নকল' করলেন শুভেন্দু অধিকারী!

এদিন নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষে গোকুলনগর অধিকারী পারায় শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা ৷ সেখানে শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে তিন শহিদ পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ তবে এদিন শুধু দেখা করেই থেমে থাকেননি রাজ্য়ের বিরোধী দলনেতা, শহিদ পরিবারের সদস্য়দের পা ধুইয়ে দিতেও দেখা যায় তাঁকে ৷

2007 সালে এই দিনেই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে গণহত্য়ার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য়ে পালাবদলের পর থেকে নিয়মিতভাবে এই 14 মার্চ দিনটি শহিদ দিবস হিসাবে পালন করে তৃণমূল (TMC) ৷ সময়ের ফেরে এক সময়ের তৃণমূল কংগ্রেস নেত্রীর আস্থাভাজন এখন তাঁরই প্রতিপক্ষ ৷ একাধিক ইস্য়ুতে তৃণমূলকে বিঁধতে ছাড়েন না শুভেন্দু ৷ শহিদ স্মরণেও তার ব্যাতিক্রম হল না ৷ তবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি এদিন শহিদ পরিবারের সদস্য়দের পা ধুইয়ে দেওয়ার মধ্য়ে দিয়ে নতুন বার্তা দিতে চাইলেন শুভেন্দু ৷

14 মার্চ শহিদ হয়েছিল প্রলয় গিরি, বাসন্তী গৌরের মত অনেকেই ৷ এদিন তেমনই তিন শহিদ পরিবারের সদস্য়ের পা সাবান-জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতেও দেখা যায় নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)৷ এদিন শহিদ প্রলয় গিরির দাদা পলাশ গিরি জানান, শুভেন্দু অধিকারী যেভাবে তাদের সম্মান জানিয়েছেন তাতে তারা খুশি ৷ এমনকী ফি-বছর এইদিনে তিনি আসবেন বলেও কথা দিয়েছেন বিরোধী দলনেতা ৷ পা ধুইয়ে দেওয়ার পাশাপাশি শহিদ পরিবারের সদস্য়দের হাতে স্মারকও তুলে দেন শুভেন্দু অধিকারী ৷ যদিও বিরোধী দলনেতার এই কর্মকাণ্ডকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল ৷ এদিন নন্দীগ্রামে পালটা শহিদ দিবস পালন করে তৃণমূলও ৷

আরও পড়ুন: টাকার বিনিময়ে চাকরি! পার্থর পাশে তৃণমূলের না থাকার বার্তা ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.