ETV Bharat / state

‘‘কোরোনায় নয় অনাহারে মরব’’, সাহায্যের আর্জি তাঁতিদের

author img

By

Published : Apr 22, 2020, 3:30 PM IST

Updated : Apr 23, 2020, 12:27 PM IST

image
শান্তিপুরে সমস্যায় তাঁত শিল্পীরা

শান্তিপুরে এখন চরম নিস্তব্ধতা ৷ তাঁত বোনার মাকুরের শব্দ আজ উধাও ৷ লকডাউনে সঞ্চিত পুঁজি দিয়েই এতদিন সংসার চলেছে তাঁতি পরিবারগুলির ৷ এবার শেষ হতে চলেছে সেই পুঁজি ৷ ফলে চরম সংকটের দিকে যাচ্ছেন তাঁরা ৷

শান্তিপুর, 22 এপ্রিল: কখনও GST, কখনও নোটবন্দি তো কখনও পুরোনো প্রযুক্তি ৷ বারবার বিভিন্ন প্রতিবন্ধকতার সামনে পড়েছে বাংলার তাঁত শিল্প ৷ এবার প্রতিদ্বন্দ্বী লকডাউন ৷ তাই এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন তাঁতিরা ৷ নদিয়ার শান্তিপুরে প্রায় 30 হাজার পরিবারের রুজি-রোজকার তাঁত শিল্প ৷ দেশজুড়ে লকডাউনের ফলে বিপাকে পড়েছেন তাঁরা ৷

সকালে মাকুরের শব্দে ঘুম ভাঙত যাঁদের, সেই শান্তিপুরে এখন চরম নিস্তব্ধতা ৷ তাঁত বোনার মাকুরের শব্দ আজ উধাও ৷ লকডাউনে সঞ্চিত পুঁজি দিয়েই এতদিন সংসার চলেছে তাঁতি পরিবারগুলির ৷ এবার শেষ হতে চলেছে সেই পুঁজি ৷ ফলে চরম সংকটে তাঁতিরা ৷

শন্তিপুরের এক তাঁতশিল্প হরিপদ বসাক ৷ তাঁর কথায়,‘‘ কোরোনায় মানুষ মরবে কিনা জানিনা, তবে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে তাঁতিরা অনাহারে মরবে ৷’’ বাংলার তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছেন তিনি ৷ বলছেন, ‘‘ সরকারের উদ্যোগ নেওয়া উচিত ৷ পশ্চিমবাংলায় প্রায় সাড়ে 6 লাখ তাঁতি আছে ৷ তাঁদের জন্য কোনও প্যাকেজ ঘোষণা না করলে অনাহারে মরবে সবাই ৷ ’’

শান্তিপুরে সমস্যায় তাঁত শিল্পীরা...

লকডাউনে তাঁতিদের সমস্যার কথা তুলে ধরলেন নতুন ফুলিয়া তন্তুবায় সমিতির ম্যানেজার বিনয় বসাক ৷ তিনি বলেন, ‘‘ দেশজুড়ে লকডাউনের ফলে মিলছে না কাঁচা মাল ৷ ফলে কাজ করতে পারছেন না তাঁতিরা ৷ মহাজনদেরও অবস্থা খারাপ ৷ কাপড় বেচতে পারছেন না তাঁরা ৷ ফলে টাকা ও সুতো কিছুই দিতে পারছেন না তাঁতিদের ৷’’ সমিতির তরফে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে তিনি আর্জি করছেন যাতে লকডাউনে তাঁতিদের সমস্যার দিকটা যেন ভেবে দেখা হয় ৷

তবে লকডাউনে শুধু নদিয়ার তাঁতি পরিবারগুলিই নয় সমস্যায় পড়েছেন কোচবিহার থেকে নদিয়ায় কাজে আসা কয়েক হাজার তাঁতি শ্রমিক ৷ কাজ নেই, তাই হাতে টাকাও নেই ৷ খাওয়া দাওয়া নিয়ে চরম সমস্যায় তাঁরা ৷ কীভাবে দিন চালাবেন বুঝতেই পারছেন না তাঁরাও ৷ তবে সব প্রতিকূলতাকে দূর করে ফের সুদিন ফিরবে তাঁতমহলে, আশাবাদী তাঁতিরা ৷

Last Updated :Apr 23, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.