ETV Bharat / state

Krishnanagar Municipality: কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের তরুণজ্যোতি তিওয়ারির

author img

By

Published : Apr 30, 2023, 5:39 PM IST

Tarunjyoti Tewari
তরুণজ্যোতি তিওয়ারি

এ বার তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ।

কৃষ্ণনগর, 30 এপ্রিল: এ বার তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি । রবিবার তিনি কৃষ্ণনগরের চেয়ারম্যান রিতা দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

কৃষ্ণনগরে কোতোয়ালি থানার পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারির লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে । উল্লেখ্য, কৃষ্ণনগর পৌরসভার সৌন্দর্যায়নের জন্য পাঁচ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয় । অভিযোগ ওঠে, সেই কাজের টেন্ডারটি তিনি তাঁর ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে কল্যাণীর এক ব্যক্তিকে দিয়ে দেন । যদিও পরবর্তীকালে বেআইনি সেই টেন্ডারের বিরুদ্ধে আদালতে মামলা হলে আদালত ওই টেন্ডারটি বাতিল করে পুনরায় টেন্ডার ঘোষণার নির্দেশ দেয় ।

এ বার সেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা । এ বিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, কৃষ্ণনগর পৌরসভায় একাধিক দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন চেয়ারম্যান রিতা দাস । কৃষ্ণনগর পৌরসভার উন্নয়নের যে অর্থ, সেগুলিতে সাধারণ মানুষের অধিকার রয়েছে । কখনওই একজন চেয়ারম্যান নিজের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে তা ব্যবহার করতে পারেন না । তিনি নিজের অধিকার বলে একজনকে বেআইনিভাবে টেন্ডার দিয়েছেন । সেই ঘটনায় বিপুল অংকের টাকার লেনদেন রয়েছে বলে অভিযোগ করেন এই আইনজীবী । তাঁর আশা, প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে । প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ।

এ বিষয়ে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় বলেন, বিজেপির একজন আইনজীবী একটি অভিযোগ তুলেছেন । সেটা প্রশাসন গ্রহণ করবে নাকি করবে না, সেটা প্রশাসনের ব্যক্তিগত ব্যাপার । কিন্তু কৃষ্ণনগর পৌরসভায় কোনও দুর্নীতি হয়নি । আদালত নতুন করে টেন্ডারের কথা বলেছে ৷ পাশাপাশি তিনি বলেন, সকলেই জানে কৃষ্ণনগর পৌরসভায় বিজেপির কোনও জায়গা নেই । রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের অভিযোগ করছেন ।

পৌরসভার চেয়ারম্যান রিতা দাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।

আরও পড়ুন: সুকন্যার এই অবস্থার জন্য রাজ্য সরকারই দায়ী, দাবি মীনাক্ষীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.