ETV Bharat / state

Minakshi slams TMC: সুকন্যার এই অবস্থার জন্য রাজ্য সরকারই দায়ী, দাবি মীনাক্ষীর

author img

By

Published : Apr 30, 2023, 2:57 PM IST

Minakshi slams TMC
ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়

গরুপাচার মামলায় অনুব্রতর মেয়ের নাম জড়ানো ও তাঁর গ্রেফতারির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ রবিবার বীরভূম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররে তীব্র আক্রমণ শানালেন তিনি ৷

রাজ্য সরকারকে আক্রমণ মীনাক্ষীর

বোলপুর, 30 এপ্রিল: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগেই গ্রেফতার হয়েছিলেন ৷ এবার ইডি গ্রেফতার করেছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে ৷ রবিবার 'কেষ্ট'র গড় থেকে তাঁর মেয়ের গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে শোনা গেল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৷ এদিন তিনি বললেন, "অনুব্রত মণ্ডলের কন্যার এই অবস্থার জন্য রাজ্য সরকার দায়ী ৷" বাম নেত্রী আরও বলেন, "আমরা কারখানা চাই। কারখানা না-হলে অপার বাগানবাড়ি হতে দেব না ।"

বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে বাম আমলে 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল ৷ কিন্তু শিল্প হয়নি ৷ রাজ্যে পালা বদলের পর শিল্পের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরবর্তীতে এখানে আবাসন প্রকল্প হয় ৷ আর এতেই বেঁকে বসেন জমিদাতা চাষিরা ৷ তাঁদের স্পষ্ট দাবি, প্রথম থেকেই শিল্প হলে তাহলেই জমি দেবেন ৷ না হলে জমি ফিরিয়ে দিতে হবে । কারণ, শিল্প হলেই কর্মসংস্থান হবে ৷ তাই জমি ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরেই শিবপুরে জমি আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷

অন্যদিকে, দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির জন্য জমি দিতে নারাজ আদিবাসী গ্রামের মানুষজন । তাদেরও স্পষ্ট বক্তব্য, এই প্রজন্ম না হয় জমি দিয়ে সরকারের কাছ থেকে চাকরি পাবে, টাকা পাবে ৷ পরবর্তী প্রজন্ম কী করবে? এদিন, বোলপুরের শিবপুরে জমি বাঁচাও আন্দোলনকারীদের নিয়ে পথসভা করে বাম-কংগ্রেস । মীনাক্ষী ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ অন্যরা ৷

সভায় বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী বলেন, "শিল্প করতে হবে । কারখানা চাই । কারখানা, শিল্প না হলে আমরা এখানে বাবুদের বাগান বাড়ি বানিয়ে ফূর্তি করতে দেব না । অপা বানাতে দেব না । আমরা চাই কাজ । আমরা মাথা উচু করে বেঁচে থাকতে চাই ।" তাঁর আরও বক্তব্য, এক নেতা তিহার জেলে গিয়েছেন ৷ পিছন পিছন মেয়েটাও ডেকে ঢুকিয়ে দিয়েছেন পাশের সেলে । মেয়ের কোনও দোষ নেই ৷

Minakshi Mukherjee
শিবপুরে পথসভা বাম-কংগ্রেসের

পরে সাংবাদিক মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, অনুব্রত মণ্ডলের মেয়ের আজকের এই অবস্থার জন্য রাজ্য সরকার দায়ী ও সিস্টেম দায়ী । মানুষ খেকো বাঘকে মেরে তাড়াতে হবে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব আসনেই প্রার্থী দেবে বামেরা ৷ এমনকী, সুষ্ঠ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চাইবে সিপিআইএম, জানান নেত্রী । শিবপুরের পথসভা শেষে একইভাবে দেউচাতে সভা করে বাম-কংগ্রেস নেতৃত্ব ৷ খনি বিরোধী মানুষজনকে নিয়ে সভা করেন তারা ৷

আরও পড়ুন: তদন্তে অসহযোগিতা, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত-কন্যা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.