ETV Bharat / state

Krishnanagar Bus Accident: জাতীয় সড়কে দুই বাসের সংঘর্ষে মৃত 1, আহত বহু

author img

By

Published : Aug 3, 2023, 11:03 AM IST

Updated : Aug 3, 2023, 11:51 AM IST

Etv Bharat
দুর্ঘটনাগ্রস্থ বাস

যাত্রী বোঝাই দুটি বাসের সংঘর্ষে আহত কমপক্ষে 15 জন । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

নদিয়া, 3 অগস্ট: যাত্রী বোঝাই দু’টি বাসের সংঘর্ষে মৃত এক ৷ আহত কমপক্ষে 14 জন । আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভরতি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে 34 নম্বর জাতীয় সড়কে । আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথামিক চিকিৎসারপর ছেড়ে দেওয়া হয়েছে ৷

সূত্রের খবর, বুধবার রাতে ইটলে এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর রানাঘাট-কৃষ্ণনগর রুটের একটি লোকাল বাস দাঁড়িয়েছিল । সেই সময়েই উলটো দিক থেকে আসা ধর্মতলা-করিমপুর রুটের একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটিকে। চলন্ত বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা লোকাল বাসটিকে অনেকটা দূরে চলে যায়। দুর্ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন এলাকাবাসী । পুলিশ আসার আগে তাঁরাই উদ্ধার কাজ শুরু করে দেন ৷ স্থানীয়রাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: পেছন থেকে গাড়িতে ট্রাকের ধাক্কা, দিল্লিতে মৃত্যু পুলিশ ইন্সপেক্টরের

রক্তাক্ত ও জখম অবস্থায় 15 জন যাত্রীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে এক জনের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছড়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক ৷ তবে আহত বা নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি।

দুর্ঘটনার বিবরণ দিতে গিয়েই বাসে থাকা এক যাত্রী বলেন, "আমরা তখন সবে বাসে উঠে বসেছি । আচমকা বিকট আওয়াজ হল । দাঁড়িয়ে থাকা বাসটি বেশ কিছুটা এগিয়ে যায় নিজে থেকেই ৷ বাসের মধ্যেই আমার দাদা এবং ঠাকুমা ছিলেন। তাঁদেরও মাথা ফেটে গিয়েছে ।" যাত্রীদের একাংশের দাবি, সরকারি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে পুলিশের তরফে এখনও এই বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। অন্যদিকে, ঘটনার বিবরণ দিয়ে স্থানাীয় এক প্রত্যক্ষদর্শী নিতাই বিশ্বাস বলেন, "লোকাল বাসটি যাত্রী নেওয়ার জন্য রাস্তার পাশেই দাঁড়িয়েছিল । ঠিক তখনই একটি সরকারি বাস এসে বিকট জোড়ে ধাক্কা মারে । গুরুতর আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।"

আরও পড়ুন: রাতের অন্ধকারে খালে পড়ে গেল গাড়ি, মৃত 4

Last Updated :Aug 3, 2023, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.