ETV Bharat / bharat

Car fell into a Canal: রাতের অন্ধকারে খালে পড়ে গেল গাড়ি, মৃত 4

author img

By

Published : Jul 30, 2023, 10:42 AM IST

Women Death in Car Accident: কর্ণাটকে রাতের অন্ধকারে সোজা রাস্তা থেকে খালে পড়ে গেল একটি গাড়ি ৷ ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে চার মহিলার ৷ আহত গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন ৷

Car Accident in Karnataka
খালে পড়ে গেল গাড়ি

মান্ড্যা (কর্ণাটক), 30 জুলাই: কর্ণাটকে মর্মান্তিক দুর্ঘটনা ৷ গাড়ি খালে পড়ে গিয়ে মৃত্যু হল একই পরিবারের চার মহিলার । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মান্ড্যা জেলার শ্রীরঙ্গপাটনা তালুকের গামনহল্লি গ্রামের কাছে আরাকেরে থানা এলাকায় । মৃতদের মধ্যে এক কিশোরীও ছিল বলে খবর ৷ জানা গিয়েছে, গামনহল্লি থেকে বান্নুর যাচ্ছিল গাড়িটি ৷ সেসময় ওই গাড়িটি খালে পড়ে যায় । গাড়িতে থাকা চার মহিলার জলে ডুবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল আসে আরাকেরে থানার পুলিশ । দেহগুলি জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । গাড়ির চালক মনোজ গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর । মৃতরা সকলে মালাভাল্লি তালুকের দোরানাহল্লি গ্রামের বাসিন্দা ৷ তাঁরা হলেন মহাদেবমা, রেখা, সঞ্জনা ও মমতা । নিহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে ৷ পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ গাড়ির চালক সুস্থ হলে তাঁকে জিক্ষাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে গিয়ে থাকতে পারে ৷ তবে সবটাই তদন্তের পর স্পষ্ট হবে ৷ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে ৷

আরও পড়ুন: অরুণাচলে ভূমিধসে ভেসে গেল গাড়ি, কোনওরকমে বাঁচলেন চালক; দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগে ওই খালে দুর্ঘটনা ঘটেছিল ৷ একটি গাড়ি পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সেখানে আরেকটি দুর্ঘটনা ঘটল । যাতে চারজনের প্রাণ গেল ৷

উল্লেখ্য, এর আগে এরকমই এক ঘটনায় 24 জুলাই একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের ওয়েভার ব্যারেজে ৷ যেখানে এক মহিলাকে হাসপাতাল থেকে নিয়ে ফেরার সময় একটি গাড়ি খালে পড়ে গিয়েছিল ৷ ওই ঘটনায় গাড়ির মধ্যে থাকা দুই পুরুষ ও তিন মহিলার প্রাণ গিয়েছিল ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.