ETV Bharat / state

Rare Surgery: ভ্রুণ জরায়ুর নালীতে নয়, রয়েছে পেটে ! বিরল চিকিৎসা রানাঘাট হাসপাতালে

author img

By

Published : Dec 30, 2022, 11:06 PM IST

Rare Surgery
বিরল অস্ত্রোপচার রানাঘাট হাসপাতালে

পেটে তীব্র যন্ত্রণা, তিন মাসের ভ্রুণ জরায়ু নালীতে নয়, রয়েছে পেটে । সরকারি হাসপাতালে চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ (Ranaghat Mahakuma Hospital) ।

বিরল অস্ত্রোপচার রানাঘাট হাসপাতালে

নদিয়া, 30 ডিসেম্বর: সরকারি হাসপাতালে বিরলতম চিকিৎসার সফলতা এল (Ranaghat Mahakuma Hospital) ৷ চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ ৷ ওই মহিলার বাড়ি ধানতলা থানার বঙ্কিমনগরে ।

জানা গিয়েছে, বিশাখা সরকার নামে এক গৃহবধূ বেশ কিছুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন ৷ গত বুধবার সন্ধ্যায় অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি রানাঘাট হাসপাতালে (Ranaghat Mahakuma Hospital) ভর্তি হন । তখনও তিনি জানতেন না যে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ৷ কিন্তু হাসপাতালে তাঁকে পরীক্ষার পর চিকিৎসকরা যুদ্ধকালীন তৎপরতায় মহিলার অস্ত্রোপচার করেন । জানা যায়, জরায়ুতে নয়, মহিলার চার মাসের ভ্রূণ ছিল পেটের ভেতর । আর এতেই তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন । সঙ্গে সঙ্গে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৷ অপারেশনের পর ওই মহিলাকে তিন ইউনিট রক্ত দেওয়া হয় । আপাতত সুস্থ রয়েছেন ওই মহিলা ৷

হাসপাতাল সুপার প্রহ্লাদ অধিকারী জানান, এই ধরনের ঘটনা সাধারণত হয় না । তবে অস্ত্রোপচারের পর ওই মহিলা এখন সুস্থ রয়েছেন ।

আরও পড়ুন: 15 দিন শ্বাসনালীতে আটকে জোঁক ! উত্তরবঙ্গ মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে ফিরল জীবন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.