ETV Bharat / state

"ধর্মনিরপেক্ষতা বাঁচাতে লোকে তৃণমূলে আসছে "

author img

By

Published : Aug 23, 2020, 4:08 PM IST

Updated : Aug 23, 2020, 4:15 PM IST

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র

"BJP-র সাম্প্রদায়িক নীতির জন্য দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, ধর্মনিরপেক্ষ পরিকাঠামো বিপজ্জনক অবস্থায় রয়েছে । এটাকে বাঁচানোর জন্য লোকে তৃণমূলে আসছে ।" মত নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্রর ।

কৃষ্ণনগর, 23 অগাস্ট : "দেশের ধর্মনিরপেক্ষতা আজ বিপজ্জনক অবস্থায় রয়েছে । সেটাকে বাঁচানোর জন্য লোকে তৃণমূল কংগ্রেসে আসছে ।" আজ কৃষ্ণনগরে দলের সাংগঠনিক বৈঠক থেকে একথা বলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র । কৃষ্ণনগর পৌরসভার একটি হলে সাংগঠনিক বৈঠক ডাকেন জেলা সভানেত্রী । বৈঠকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী শিবিরে যোগ দেন ।

মহুয়া মৈত্র
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহুয়া মৈত্র

বৈঠক শেষে মহুয়া মৈত্র বলেন, "দেশে এখন একটি আদর্শগত বিভাজন হয়ে গেছে । একদিকে দক্ষিণপন্থা । অন্যদিকে তার বিরোধীরা । আদর্শগত বিভাজন আজ সারা ভারতে চলছে । BJP-র সাম্প্রদায়িক নীতির জন্য দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, ধর্মনিরপেক্ষ পরিকাঠামো বিপজ্জনক অবস্থায় রয়েছে । এটাকে বাঁচানোর জন্য লোকে তৃণমূলে আসছে ।"

সাংগঠনিক বৈঠক শেষে বক্তব্য রাখছেন মহুয়া মৈত্র

আরও পড়ুন : নদিয়ার তৃণমূল সভাপতির দায়িত্বে মহুয়া

ইতিমধ্যে জেলার প্রচুর যুবক দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে বৈঠক শেষে জানান নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী । বলেন, "মূলত BJP যেভাবে ধর্মের রাজনীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে BJP-র পক্ষ থেকেও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দলে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন ।" পাশাপাশি যাঁরা রাজনীতি করেন না, এমনও অনেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান তিনি । এতে দল আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করছেন মহুয়া ।

আরও পড়ুন : মমতাই মুখ, বৈঠক সেরে বললেন নদিয়ার নয়া সভাপতি মহুয়া

Last Updated :Aug 23, 2020, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.