ETV Bharat / state

শান্তিপুরে প্রথম মা ক্যান্টিনের উদ্বোধন করলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

author img

By

Published : Jun 10, 2021, 7:37 PM IST

শান্তিপুরে মা ক্যান্টিনের উদ্বোধন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷ এ দিন মা ক্যান্টিন উদ্বোধনের পর সেখান থেকে 700 জনকে বিনামূল্যে খাবার দেওয়া হয়েছে ৷

Minister Ujjwal Biswas inaugurated the first maa canteen in Shantipur nadia
শান্তিপুরে প্রথম মা ক্যান্টিনের উদ্বোধন করলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

শান্তিপুর, 10 জুন : শান্তিপুরে মা ক্যান্টিনের উদ্বোধন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । ডাকঘর বাসস্ট্যান্ড এলাকায় শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে এই মা ক্যান্টিন ৷ যেখান থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে সাধারণ মানুষকে । কুপন বিলির মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করা হবে । উল্লেখ্য রাজ্যের প্রায় সর্বত্র মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে ।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়, ব্লক মেডিকেল অফিসার । শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এই মানবিক কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ শান্তিপুরের সামাজিক সংগঠন করোনা প্রতিরোধ মঞ্চের সহযোগিতায় মা ক্যান্টিনের চারপাশ ও বসার আসনগুলি স্যানিটাইজ করা হয় ৷

আরও পড়ুন : কৃষ্ণনগরে চালু মা ক্যান্টিন

পুষ্পস্তবক দিয়ে নেতা-নেত্রীদের বরণ করে নেওয়া হয় । কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তাঁর বক্তব্যে এই মা ক্যান্টিন কর্মসূচির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন । মা ক্যান্টিন থেকে আজ 700 জনকে খাবার বিতরণ করা হয়েছে । শান্তিপুরে খোলা প্রথম মা ক্যান্টিনের উদ্বোধনে ভিড় ছিল চোখে পড়ার মতো । তবে ভিড়ের চাপ সামলাতে স্বাস্থ্যবিধি বিষয়ে আরও একটু সচেতন হওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছে শান্তিপুরের বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.