ETV Bharat / state

যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

author img

By

Published : May 29, 2021, 1:25 PM IST

রাজ্যে যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত বহু এলাকা । নদিয়া জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট । সব থেকে বেশি শান্তিপুর বিধানসভার এলাকাগুলি । এদিন সেই এলাকাগুলি পরিদর্শন করেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি ।

যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উজ্জ্বল বিশ্বাস
যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উজ্জ্বল বিশ্বাস

শান্তিপুর, 29 মে : যশের তাণ্ডবে লন্ডভন্ড একাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ইত্যাদি । ডুবে গিয়েছে রাজ্যের অধিকাংশ গ্রাম, বিভিন্ন এলাকা । এদিন নদিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শনে গেলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।

রাজ্যে বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় যশের প্রভাব পড়েছে । নদিয়া জেলাতে সবথেকে ক্ষয়ক্ষতি হয় শান্তিপুর বিধানসভা এলাকাগুলিতে । বেশ কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড় যশ ও ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক গ্রামের কয়েকশো কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে যায় । রাস্তায় ভেঙে পড়ে থাকে ইলেকট্রিক পোল, এছাড়াও ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার দাপটে নিমিষের মধ্যে বড় বড় গাছ ভেঙে পড়ে । কোনওরকমে প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় গ্রামগুলির একাধিক পরিবার । ক্ষয়ক্ষতির আশঙ্কা এতটাই ভয়ানক এখনও পর্যন্ত আতঙ্ক কাটেনি ওইসব পরিবারদের । তাদের একবেলা অন্ন জোগানো এখন বড় দায় ।

যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উজ্জ্বল বিশ্বাস

আরও পড়ুন...দুয়ারে ত্রাণ নিয়ে গায়িকা ইমন, দুর্গতদের পাশে শ্রীলেখা-সব্যসাচীরা

শুক্রবার বিকেল নাগাদ ওইসব ক্ষতিগ্রস্ত এলাকার হেজুলি গ্রামে পরিদর্শনে গেলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । এছাড়াও আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রামে তিনি ঘুরে দেখেন ও ক বলেন 23 টি বাড়ি ভেঙে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে । ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল দেন ও বিডিও অফিসে ফোন করেও আরও ত্রিপল দেওয়ার নির্দেশ দেন। আরও প্রয়োজনে তিনি পাশে থাকবে বলে আশ্বাসও দেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.