ETV Bharat / state

land at moon is first anniversary gift: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

author img

By

Published : Jan 14, 2022, 5:11 PM IST

Husband buys land at moon as first marriage anniversary gift to wife
প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি (land at moon is first anniversary gift) কিনে দিলেন রানাঘাটের যুবক প্রদীপন সরকার । আমেরিকার সংস্থার কাছ থেকে 45.5 মার্কিন ডলারের বিনিময়ে চাঁদে এক একর জমি (Husband buys land at moon as first marriage anniversary gift) কিনেছেন তিনি ।

রানাঘাট, 14 জানুয়ারি: চাঁদে ভিনগ্রহীরা বাড়ি বানিয়েছেন কি না, সেই রহস্য ভেদ হয়েছে ৷ চিনা মহাকাশযানের পাঠানো যে ছবি দেখে চাঁদের বুকে কুঁড়েঘর ভেবে ভুল করেছিলেন অনেকেই, জানা গিয়েছে তা আদপে একটি বোল্ডার ৷ তবে পৃথিবীর একমাত্র উপগ্রহে আগামী দিনে মানুষের বাসস্থান গড়ার স্বপ্ন যে পুরোমাত্রায় অটুট, ফের তার প্রমাণ মিলল ৷ সেই আশা নিয়েই প্রথম বিবাহবার্ষিকীতে (land at moon is first anniversary gift) স্ত্রীকে চাঁদের বুকে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক ৷ আক্ষরিক অর্থেই ৷

ভালবেসে তোমায় চাঁদটাও এনে দিতে পারি ৷ প্রিয়তমার মন গলাতে প্রেমিকের এই উক্তি বহুল ব্যবহৃত ৷ এবার তা আক্ষরিক অর্থেই করার চেষ্টা করলেন রানাঘাটের (Ranaghat news) দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার । পেশায় পশ্চিমবঙ্গ বীরভূম নলহাটি গ্রামীণ ব্যাঙ্কে তিনি কর্মরত । তাঁর প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী অনুরিমা প্রামাণিক সাধুখাঁকে উপহার হিসেবে চাঁদের বুকে জমি কিনে দিয়েছেন তিনি ৷ তাঁদের প্রথম বিবাহবার্ষিকী (Husband buys land at moon as first marriage anniversary gift) ছিল গত বছর নভেম্বরে ৷ স্ত্রীকে চমকে দিতে তাঁর জন্য এক অভিনব উপহারের ভাবনা আসে প্রদীপনের মাথায় ৷

Husband buys land at moon as first marriage anniversary gift to wife
প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

আরও পড়ুন: Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

আমেরিকার সংস্থার কাছ থেকে 45.5 মার্কিন ডলারের বিনিময়ে এক একর জমি কিনেছেন চাঁদে । ইতিমধ্যে তাঁর জমি কেনার পরিমাণ, পরিধি সবকিছু স্যাটেলাইটের তোলা ছবি ও নথিপত্র সংস্থার তরফে পাঠানো হয়েছে । অবশেষে এসেছে কাগজপত্র ।

চাঁদে জমি কিনলেন রানাঘাটের যুবক

অনন্য এই উপহার পেয়ে আপ্লুত অনুরিমা ৷ সেই জমিতে কী ভাবে পৌঁছবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷ তবে বিজ্ঞানের উপর ভরসা আছে তাঁদের ৷

আরও পড়ুন : ISRO: প্রযুক্তিগত সমস্যা থাকায় কক্ষপথে পৌঁছাল না কৃত্রিম উপগ্রহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.