ETV Bharat / state

চাকদায় পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদ, আক্রান্ত মন্দাক্রান্তা সেন

author img

By

Published : Feb 16, 2020, 8:35 PM IST

Updated : Feb 16, 2020, 10:23 PM IST

নদিয়ার চাকদায় আক্রান্ত হলেন কবি মন্দাক্রান্তা সেন সহ কয়েকজন সমাজকর্মী ।

nadia
nadia

নদিয়া, 16 ফেব্রুয়ারি : নদিয়ার চাকদায় বেআইনিভাবে পুকুর ভরাট এবং গাছ কাটার অভিযোগ উঠেছিল । তারই প্রতিবাদ করতে গিয়ে জখম হলেন কবি মন্দাক্রান্তা সেন, কলকাতা হাইকোর্টের কয়েকজন আইনজীবী সহ সমাজকর্মীরা । পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

সমাজকর্মীদের অভিযোগ, চাকদা থানার তাতলা এলাকার একটি পুকুর বেআইনিভাবে ভরাট করছিল স্থানীয় একটি ক্লাবের সদস্য ও কয়েকজন তৃণমূল নেতা । গাছও কেটে ফেলা হয়েছে । খবর পেয়ে আজ সেখানে যান আইনজীবীসহ কয়েকজন পরিবেশ কর্মী । গাছ কাটার আপত্তি জানান তিনি । স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে গাছ কাটা বন্ধ করতে বলেন । এরপরই তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। জখম হন কয়েকজন ।

কবি মন্দাক্রান্তা সেন এই বিষয়ে বলেন, "আমরা খবর পেয়েছিলাম এখানে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে । 12টি গাছ কেটে ফেলা হয়েছে । তাই আমরা এখানে আসি । প্রশাসনকে জানিয়ে গিয়েছিলাম । সেখানে পুলিশ কর্মী এবং স্থানীয় তৃণমূল কর্মীরা আমাদের উপর চড়াও হয় । একজনকে গণপিটুনি দেওয়া হয় । তাঁকে বাঁচাতে গেলে আমরাও জখম হই । পুলিশ ওদের নিরাপত্তা দিয়েছে । আমাদের সাহায্য করেননি । ভাঙা হয়েছে আমাদের গাড়িও । " যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাদের দাবি, সেখানে কোনও পুকুর ছিলই না ।

চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

Last Updated : Feb 16, 2020, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.