ETV Bharat / state

Critical Surgery: স্বল্প পরিকাঠামোর মধ্যেও জটিল অস্ত্রোপচারে সাফল্য শান্তিপুর হাসপাতালের চিকিৎসকদের

author img

By

Published : Jun 20, 2023, 8:56 PM IST

Etv Bharat
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল

নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্বল্প পরিকাঠামোর মধ্যে চতুর্থবার সিজার ৷ জন্ম দিলেন পুত্র সন্তানের ৷ মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন ৷

স্বল্প পরিকাঠামোর মধ্যে জটিল অস্ত্রোপচারে সাফল্য চিকিৎসকদের

নদিয়া, 20 জুন: শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্বল্প পরিকঠামো ৷ তার মধ্যেও সফল অস্ত্রোপচার করে নজির গড়লেন নদিয়ার চিকিৎসকরা ৷ চতুর্থবার সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি ৷ মা ও সন্তান দু‘জনেই সুস্থ আছেন ৷ এদিকে স্বল্প পরিকাঠামোর মধ্যেও সফলভাবে জটিল অস্ত্রোপচার করতে পেরে খুশি চিকিৎসকরাও ৷

জানা গিয়েছে, নদিয়ার তেহট্ট ব্লকের পলাশী পাড়া এলাকার বাসিন্দা অসীমা দাস ৷ এর আগে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন ৷ প্রতিক্ষেত্রেই সিজারে সন্তান প্রসব করেন তিনি ৷ এর মধ্যে একটি কন্যাসন্তান মারা যাওয়ায় বর্তমানে দুই কন্যা সন্তানের মা তিনি ৷ ফের সন্তানসম্ভবা হন ওই গৃহবধূ রবিবার শান্তিপুর হাসপাতালে ভরতি হয়েছিলেন সন্তান প্রসবের জন্য ৷ আগে তিন সন্তানের জন্ম সিজারে হওয়ায় চতুর্থবার অস্ত্রোপচার ছিল তাঁর পক্ষে ঝুঁকিপূর্ণ ছিল ৷ প্রাণ সংশয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ সেই অসাধ্য সাধন করলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ৷

গত রবিবার স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র ব্যাপারীর নির্দেশে ওই চিকিৎসাকেন্দ্রে ভরতি হয়েছিলেন তিনি । সোমবার একটি মেডিক্যাল টিম গঠন করা হয় চিকিৎসক পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানে । সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেন ওই বধূ । নবজাতকের আগমনে খুশি অসীমা দাসের মা কাজল দাস বলেন, "চারবার সিজার হওয়ার পর এবার পুত্র সন্তান হয়েছে । এখন মা এবং ছেলে দু’জনেই ভালো রয়েছে । আমরা খুশি এবং চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি ।"

এ প্রসঙ্গেই শান্তিপুর হাসপাতালের চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, "পলাশী পাড়ার গৃহবধূ অসীমা দাস রবিবার শান্তিপুর হাসপাতালে ভরতি হয়েছিলেন । সচরাচর চতুর্থবার সিজারের ঘটনা পাওয়া যায় না বললেই চলে । আমরা বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলেছি ৷ আমার চিকিৎসা জীবনে এই প্রথম এইরকম সিজার করেছি । খুব বেশি হলে তিন বার করা যায় ৷ সে সংখ্যাও খুব কম ৷ সেই জায়গায় চতুর্থবার এই ধরনের অস্ত্রোপচার অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল ।"

আরও পড়ুন : শরীরে যকৃতের বিপরীত অবস্থান! দোসর ক্যানসার; নীলরতনে সম্পন্ন জটিল অস্ত্রোপচার

তিনি আরও জানান, রোগীর প্রাণের ঝুঁকি থাকলে সেক্ষেত্রে তাকে মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করিয়ে চিকিৎসা করানো হয় । তিনি গর্ভবতী হওয়ায় তাঁর ক্ষেত্রে এই ঝুঁকি নেওয়া হয়নি ৷ তাই স্টেট জেনারেল হাসপাতালেই অস্ত্রপচার করা হয় । বর্তমানে মা এবং ছেলে দু’জনেই ভালো রয়েছে । যাতে রক্তের অভাব না পড়ে সেই দিকেও নজর রাখা হয়েছিল হাসপাতালে তরফে। এইরকমভাবে জীবনে ঝুঁকি নিয়ে কেউ যেন আর সন্তানধারণের চিন্তাভাবনা না-করেন তারও অনুরোধ জানিয়েছেন চিকিৎসক পবিত্র ব্যাপারী।

আরও পড়ুন: AIIMS Infant Spine Surgery: শিরদাঁড়ায় বিরল অস্ত্রোপচার এইমসে, বাড়ি ফিরল একরত্তি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.