ETV Bharat / state

Cattle Smuggling: বিএসএফের সঙ্গে গরু পাচারকারীদের বোমা-গুলির লড়াই

author img

By

Published : Jun 23, 2023, 7:55 PM IST

Etv Bharat
ধৃত পাচারকারী ও বিএসএফ

গরুপাচার করতে গিয়ে সীমান্তে বিএসএফের হাতে বাধা ৷ তারপরই পাচারকারী ও বিএসএফের মধ্যে শুরু হয় বোমা ও গুলির লড়াই ৷ গুলিতে আহত এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ ৷

বিএসফের ডিআইজি ও ধৃত পাচারকারীর বক্তব্য

নদিয়া, 23 জুন: সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের বাধা পেয়ে পালটা বোমা বাজি পাচারকারীদের । প্রত্যুত্তরে পালটা গুলি চালায় বিএসএফ । গুলি লেগে আহত একাধিক পাচারকারী । শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার ইছামতী বর্ডার পোস্ট সীমান্ত এলাকায় । ঘটনার পর এলাকা ঘুরে দেখেন বিএসএফের কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি সঞ্জয় কুমার ।

জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তপুলিয়ায় ফেন্সিং না-থাকার সুযোগকে কাজে লাগিয়ে ইছামতী নদীর ব্রিজের নীচ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 6 থেকে 10টি গরুপাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ অভিযোগ, বিএসএফ জওয়ানরা আটকাতে গেলে পাচারকারীরা তাদের লক্ষ করে পাথর ও বোমা ছোড়ে । পরে বিএসএফ কাউন্টার ফায়ার করলে বেশ কয়েকজন গরু পাচারকারী আহত হয় ।

তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশ পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন । তাকে ধানতলা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । এরপরই শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি কৃষ্ণনগর রেঞ্জ সঞ্জয় কুমার । অভিযুক্ত গরু পাচারকারী হাসান মণ্ডলের বক্তব্য, "আজ ভোররাতে পাঁচ-ছ'টি গরু নিয়ে বাংলাদেশের 6 এবং ভারতের 4 জন বাংলাদেশের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে রওনা দিচ্ছিলাম । ঠিক তখনই বিএসএফ বাধা দেওয়াই আমাদের দলের বেশ কয়েকজন সেনা কর্মীদের লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে । এরপর সেনাবাহিনীর তরফে পালটা গুলি করলে একটি আমার গায়ে এসে লাগে । ইছামতী নদী পার করে গরুগুলি বাংলাদেশে পৌঁছে দেওয়ার কথা ছিল।"

অন্যদিকে, ঘটনার বিবরণ দিয়ে কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি সঞ্জয় কুমার বলেন, "সীমানগরের 68 নম্বর ব্যাটেলিয়ন এখানে কর্মরত ছিল । ইছামতী লাগোয়া এই সীমান্ত এলাকা ৷ ভোর তিনটে নাগাদ পাচারকারীরা গরু নিয়ে যাচ্ছিল ৷ ঠিক তখনই বিষয়টি নজরে আসতেই তাদেরকে বাধা দেয় বিএসএফ । পরে তারাও বিএসএফকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে । পালটা গুলিতে চালায় বিএসএফ ৷ তখন বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও একজনকে ধরা সম্ভব হয়েছে । বাকিদের উদ্দেশ্য তদন্ত শুরু করা হয়েছে ।"

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.