ETV Bharat / state

মুকুলের ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা উজ্জ্বলের

author img

By

Published : Mar 26, 2021, 3:43 PM IST

শুক্রবার কৃষ্ণনগর জেলা প্রশাসনের দফতরে এসে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস ।

TMC candidate Ujjwal Bishwas submitted nomination
TMC candidate Ujjwal Bishwas submitted nomination

কৃষ্ণনগর, 26 মার্চ: আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চলেছি আমরা ৷ মনোনয়ন জমা দিয়ে একথা বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস ।

শুক্রবার কৃষ্ণনগর জেলা প্রশাসনের দফতরে এসে মনোনয়নপত্র জমা দেন উজ্জ্বল বিশ্বাস । রীতিমতো সবুজ আবির মেখে ব্যান্ড বাজিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী । উল্লেখযোগ্যভাবে এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উজ্জ্বলের সঙ্গে ছিলেন মুকুল রায়ের ভগ্নিপতি সাজা ৷ যিনি বেশ কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তবে, বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায় কৃষ্ণনগর উত্তরে আসনে দাঁড়িয়েছেন ৷ তিনিও আজ মনোনয়ন জমা দেন ৷

মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন: 20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায়

এদিন আত্মবিশ্বাসী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘‘রাজ্যে তৃতীয়বারের জন্য সরকারে আসতে চলেছে তৃণমূল । মুকুল রায়ের ভগ্নিপতিও আমার সঙ্গে রয়েছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.