ETV Bharat / state

Attack on TMC Councillor in Nabadwip : আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, সঙ্গীদের তৎপরতায় প্রাণরক্ষা

author img

By

Published : Apr 18, 2022, 10:33 AM IST

Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms
Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms

নবদ্বীপে 22নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উপর দুষ্কৃতীদের হামলা (Attack on TMC Councillor in Nabadwip) ৷ সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ হামলাকারী দুষ্কৃতীদের মধ্যে 3 জনকে ধরে ফেলেন কাউন্সিলরের সঙ্গীরা ৷ তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে (Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms) ৷

নবদ্বীপ, 18 এপ্রিল : পানিহাটির পর এবার নবদ্বীপ ৷ ফের তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ (Attack on TMC Councillor in Nabadwip) ৷ তবে, এবার কাউন্সিলরের সঙ্গে থাকা তৃণমূল নেতাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচালেন নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ একদল দুষ্কৃতী রবিবার রাতে তাঁর উপর হামলা চালায় ৷ কাউন্সিলরকে বাঁচাতে গিয়ে, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা দুষ্কৃীতদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে ৷ ঘটনায় 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকি 3 দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নবদ্বীপ পৌরসভার 22নং ওয়ার্ডের ফাঁসিতলার কৃষ্ণকালীতলা মোড়ে তৃণমূল কার্যালয় থেকে দলের কর্মীদের সঙ্গেই বাড়ি ফিরছিলেন কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় ৷ তাঁকে মারতে শুরু করে ৷ তাঁদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ (Attack on TMC Councillor of Ward No 22 of Nabadwip Municipality With Firearms) ৷ কাউন্সিলরকে গুলি করার আগেই, তাঁর সঙ্গে থাকা তৃণমূলের কর্মীরা ওই দুষ্কৃতীদের বাধা দেন ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ 3 জনকে সেখানেই ধরে ফেলেন তৃণমূল কর্মীরা ৷ পরিস্থিতি বেগতিক দেখা বাকিরা সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Panihati TMC Councillor Murder Issue : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর

এর পর পুলিশে খবর দেওয়া হয় ৷ ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ ৷ তাঁদের কাছ থেকে 1টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ 2টি বাইক আটক করেছে পুলিশ ৷ তৃণমূলের অভিযোগ ধৃতরা সকলেই সক্রিয় বিজেপিকর্মী ৷ তবে, শুধু রাজনৈতিক শত্রুতা না এর পিছনে অন্য কোনও কারণ আছে ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

নবদ্বীপে তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, গ্রেফতার 3

আরও পড়ুন : Panihati Councillor Murder Case: পানিহাটিতে কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

এই ঘটনায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলর জানান, এটাই প্রথমবার নয় ৷ তাঁর উপর 2019 সালেও একবার হামলা চালানো হয়েছিল ৷ একাধিকবার সন্দেহজনক আচরণের জন্য কয়েকজনকে পুলিশ আটকও করে ৷ তিনি জানান, আজ সন্ধ্যা থেকেই তৃণমূলের কার্যালয়ের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই 6 দুষ্কৃতী ৷ সন্দেহের কারণেই তৃণমূলের কর্মীরা তাঁকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন ৷ তাঁরা না থাকলে প্রাণে বাঁচতেন না বলে জানান আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য ৷ তবে, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.