ETV Bharat / state

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে চাকদা থানা ঘেরাও স্থানীয়দের

author img

By

Published : May 25, 2020, 3:31 PM IST

WBSEDCL -এর তরফে জানানো হয়েছে, আমফান ক্ষতিগ্রস্ত 273 টির মধ্যে 213 টি এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া সম্ভব হয়েছে। কর্মীরা দিন-রাত কাজ করছেন ।

ছবি
ছবি

চাকদা, 25 মে : আমফানের জের। পাঁচদিন ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা । পানীয় জল পাচ্ছেন না চাকদা এলাকার মানুষজন । অনেক জায়গা জানিয়েও লাভ হয়নি। তাই অবশেষে গতরাত থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা । ঘটনাটি নদিয়ার চাকদা থানা এলাকার ।

আমফানের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা । গাছ পড়ার পাশাপাশি অনেক এলাকাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, পানীয় জল সরবরাহ নেই । এনিয়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মানুষজন । যদিও এরই মধ্যে WBSEDCL বা রাজ্যের বিদ্যুৎ বোর্ড জানিয়েছে, নদিয়াসহ বেশ কিছু জায়গায় পরিষেবা চালু হয়ে গেছে । কিন্তু চাকদার বাসিন্দারা বলছেন, পাঁচদিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ বা জল কোনওটাই পাননি তাঁরা । ফলে গতরাত থেকে দফায় দফায় চাকদা থাকা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা । পরে প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ।

এদিকে, WBSEDCL -এর তরফে জানানো হয়েছে, আমফানে ক্ষতিগ্রস্ত 273 টির মধ্যে 213 টি এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া সম্ভব হয়েছে । কর্মীরা দিনরাত কাজ করছেন । হাই ও লো এক্সটেনশনেও কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.