ETV Bharat / state

Shantipur TMC: শান্তিপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 200 কর্মীর

author img

By

Published : Aug 2, 2021, 4:10 PM IST

BJP WORKER JOIN TMC
শান্তিপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 200 কর্মীর

নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া-2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 200 জন কর্মী ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লক তৃণমূলের সহকারি সভাপতি সুব্রত সরকার ।

শান্তিপুর, 2 অগস্ট: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগাদানের উৎসাহ দেখা গিয়েছিল ৷ নির্বাচনের ফল প্রকাশের পর উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে ৷ বিজেপিতে ভাঙন অব্যাহত নদিয়া জেলায় ৷ আজ গেরুয়া শিবির ছেড়ে প্রায় 200 জন কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে । নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া-2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি প্রতিবাদ সভায় তাঁরা যোগদান করেন তৃণমূলে । উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নদিয়া জেলার একাধিক জায়গায় বিজেপি ছেড়ে বহু নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ।

এদিন বেলঘড়িয়া অঞ্চলে প্রায় 200 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহকারি সভাপতি সুব্রত সরকার । সুব্রত সরকার বলেন, "যেভাবে দিনদিন পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বেআইনিভাবে তৃণমূল নেতাদের যেভাবে ফোনে নজরদারি চালানো হচ্ছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি । অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের হাতকে আরও শক্ত করতে যাঁরা ভুলবশত বিজেপিকে সমর্থন করেছিলেন, তাঁরা আবার তৃণমূলে ফিরে আসছেন ।" তৃণমূলে যোগদান করে এক বিজেপি কর্মী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কারণেই আমরা তৃণমূলে যোগদান করছি ।"

শান্তিপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 200 কর্মীর

আরও পড়ুন: প্রধানের কোপে আটদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, আদালতের দ্বারস্থ দিগনগরের বাসিন্দারা

তৃণমূলে যোগ দিয়ে বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞকে নিজেদের এলাকার মানুষদের পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ৷ আরেক বিজেপি কর্মী বলেন, "মানুষের জন্য কাজ করার জন্যই আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম ৷ কিন্তু বিজেপিতে যোগ দিয়ে আমরা সেই কাজ করতে পারছিলাম না ৷ তাই তৃণমূলে ফিরে এলাম ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.