ETV Bharat / state

Fox Attack: মুর্শিদাবাদের গ্রামে শিয়ালের আক্রমণে আহত কমপক্ষে 8

author img

By

Published : May 22, 2023, 8:05 PM IST

ফের মুর্শিদাবাদে শিয়ালের আক্রমণ ৷ এবারের আক্রমণে গুরুতর আহত হলেন আট থেকে দশজন ৷ হাসপাতালে চিকিৎসাধীন সকলে ৷ বনদফতরের কাছে শিয়ালগুলিকে ধরার আর্জি গ্রামবাসীদের ৷

Foxs Attack Villagers
শিয়ালের আক্রমণ

মুর্শিদাবাদে শিয়ালের আক্রমণে আহত প্রায় 10জন গ্রামবাসী

মুর্শিদাবাদ, 22 মে: গ্রামে শিয়ালের আচমকা আক্রমণ ৷ আর সেই আক্রমণে গুরুতর জখম হলেন আট থেকে দশজন ৷ ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত বালিয়া গ্রামে ৷ আহত ব্যক্তিদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাদের চিকিৎসা চলছে । বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, এ দিন বালিয়া গ্রামের নদীর ধারের বেশ কিছু বাড়িতে কয়েকটি শিয়াল হামলা চালায়। বাড়ির উঠোনে বসে থাকা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ে । তার জেরেই গুরুতরভাবে জখম হয় একই গ্রামের ওই আট থেকে দশজন বাসিন্দা। এই ঘটনার পর বনদফতরের কাছে শিয়ালগুলিকে ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা । আহতদের বক্তব্য, তাঁরা সকলে উঠোনে বসেছিল ৷ কেউ আবার ঘরে ছিল । হঠাৎ করে বেশ কয়েকটা শিয়াল জঙ্গলের দিক থেকে এসে বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে । কোনও কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে হামলা চালায়। কারও পায়ে তো কারও বুকে কামড়ে দেয় শিয়ালগুলি। তাড়াতে গেলেও ঘুরে এসে আক্রমণ করে তারা । এভাবে একদল শিয়াল এসে কখনও এমনভাবে আক্রমণ করার অতীত রেকর্ড নেই বলে গ্রামবাসীরা জানিয়েছেন। আর তার ফলেই এখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন।

গ্রামবাসী মঙ্গলচন্দ্র মণ্ডল জানান, পাশের একটি বাড়িতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে পাশে থাকা তাঁর বন্ধুর পায়ে কামড়ে দেয় । সেটি দেখে তিনি একটা ঢিল নিয়ে শিয়ালটিকে মারতে যান ৷ কিন্তু তাতে শিয়ালটি না-পালিয়ে উলটে তাঁর ওপর ঝাপিয়ে পড়ে এবং তার মুখে কামড় বসিয়ে দেন। আহত আবস্থায় তিনি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। কেন হঠাৎ এই শিয়ালের আক্রমণ সেটি কেউ বুঝতে পারছেন না বলে জানান ওই গ্রামবাসী ৷ তাই বনদফতরে খবর দেওয়ার পাশাপাশি বিষয়টিকে নজর দিতে বলেছেন স্থানীয় বাসিন্দারা ।

আরও পড়ুন: সামশেরগঞ্জে শিয়ালের কামড়ে জখম একই গ্রামের দশজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.