ETV Bharat / state

Salim on Congress Leader Arrest Case: হারের ভয়ে পুলিশকে ব্যবহার, সাগরদিঘির কংগ্রেস নেতার গ্রেফতারিতে মত সেলিমের

author img

By

Published : Feb 18, 2023, 5:52 PM IST

সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের অভিযোগ করলেন মহম্মদ সেলিম (Salim on Congress Leader Arrest Case) ৷ কংগ্রেস নেতাকে গ্রেফতারের ঘটনায় এই অভিযোগ করেছেন তিনি ৷

Salim on Congress Leader Arrest Case ETV BHARAT
Salim on Congress Leader Arrest Case ETV BHARAT

মিথ্যে মামলায় সাগরদিঘির কংগ্রেস নেতাকে ফাঁসানোর অভিযোগ সেলিমের

বহরমপুর (মুর্শিদাবাদ), 18 ফেব্রুয়ারি: শুক্রবার সাগরদিঘিতে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা সঞ্চালনা করেছিলেন কংগ্রেস নেতা সাইদুর রহমান ৷ শুক্রবার মাঝরাতেই একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যে ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে কংগ্রেস ও বাম নেতা-কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন মহম্মদ সেলিম (TMC Uses Police for Sagardighi Bye-Election) ৷ এদিন বহরমপুরে সিপিএআইএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ সেখানেই তিনি দাবি করেন, তৃণমূল পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ব্যবহার করছে ৷ এই ঘটনায় সাগরদিঘি থানার পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবি করেছেন তিনি ৷

সাগরদিঘিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা পরিচালনা করার জন্যই কংগ্রেসের নেতা সাইদুর রহমানকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন সেলিম ৷ এমনকী শাসকদল তাঁকেও জনসভা করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ তিনি জানান, 15 ফেব্রুয়ারি ভাঙড়ে তাঁকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি ৷ সেখানে সরকারের তরফে কারণ হিসেবে বলা হয়েছিল, সেই সভার জেরে আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে ৷ যা নিয়ে সেলিমের কটাক্ষ ৷ প্রশাসনের সেই চিঠি প্রমাণ করে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে ৷

উল্লেখ্য, আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন রয়েছে ৷ ত্রিমুখী লড়াইয়ে বামেদের সঙ্গে কংগ্রেস জোটে লড়াই করছে ৷ সেলিম অভিযোগ করেছেন, মানুষ জোটের সঙ্গে রয়েছে ৷ সেটা বুঝতে পেরেই শাসকদল পুলিশকে ব্যবহার করতে শুরু করেছে ৷ অন্যদিকে, সাইদুর রহমানকে গ্রেফতারের পর আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সাগরদিঘি ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অন্যদিকে, গতকালই উপনির্বাচন নিয়ে কমিশন জানিয়েছে, 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখানে ভোট হবে ৷

আরও পড়ুন: কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

এই ঘটনায় তৃণমূলকে বোমাবাজির দল বলে নিশানা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা তৈরি করছে ৷ আর সেই বোমা নিজেদের উপরেই প্রয়োগ করছে শাসকদলের নিচুতলার কর্মীরা ৷ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করে তিনি জানান, নেতাদের মধ্যে মতভেদের শিকার সাধারণ মানুষ হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.